নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয় ‘পদ্ম সম্মান’ প্রদানের অনুষ্ঠান। সে অনুষ্ঠানের ছবি পোস্টও করা হয় দেশের রাষ্ট্রপতির ফেসবুক পেজে। কিন্তু সেখানেই থেকে গিয়েছে একটি মারাত্মক ভুল। পোস্টে ‘পদ্ম সম্মান’ প্রাপকদের হাতে দেশের রাষ্ট্রপতি ‘পদ্ম সম্মান’ তুলে দিচ্ছেন এরকম সবকটি ছবি দেওয়া হয়েছে। তার মধ্যে একটি ছবির ক্যাপশনে থেকে গিয়েছে একটি মারাত্মক ভুল।
বাংলা থেকে পদ্ম সম্মানে ভূষিতদের মধ্যে অন্যতম, অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। শিল্পে অবদানের জন্য ‘পদ্ম ভূষণ’ সম্মানে ভূষিত হলেন তিনি। দেশের রাষ্ট্রপতির ফেসবুক পেজ থেকে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্ত এখানেই গোলযোগ, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে ক্যাপশনে লেখা রয়েছে রাজনীতিবিদ কল্যান সিং-কে মরণোত্তর ‘পদ্ম বিভূষণ’ সম্মান দেওয়ার কথা। ছবির কমেন্ট সেকশনে সেকথা জানিয়ে মন্তব্য করেছেন অনেকেই তবুও শোধরানো হয়নি ভুল।
প্রয়াত রাজনীতিবিদ শ্রী কল্যান সিংকে মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। তাঁর পুত্র, বিজেপি সাংসদ শ্রী রাজবীর সিং-এর হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে ছবির ক্যাপশন রয়েছে সঠিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584