উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
জোড়াবাগানে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার হল ‘আজকের ধনঞ্জয়’। প্রায় একত্রিশ বছর আগে ভবানীপুরের একটি আবাসনে হেতাল পারেখ নামে এক নাবালিকাকে খুন করেছিল সেই বাড়ির কেয়ার টেকার ধনঞ্জয়। উনিশশো নব্বই সালের পাঁচ মার্চের ঘটনার পুনরাবৃত্তি হল জোড়াবাগানে ।
জোড়াবাগানে নয় বছরের বালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ সেই বাড়ির কেয়ারটেকার রাম কুমার ওরফে লম্বুকে গ্রেফতার করেছে। তাই জোড়াবাগানের বাসিন্দারা ধনঞ্জয়ের মত এই বাড়ির কেয়ারটেকার লম্বুর ফাঁসি চাইছে। জোড়াবাগানের ঘটনার যবনিকা টানল কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। এই ঘটনায় আটক করা হয়েছে সংশ্লিষ্ট বাড়ির দারোয়ান রামকুমার ওরফে লম্বুকে।
আরও পড়ুনঃ জোড়া বাগানে ধর্ষণের পর হত্যা নাবালিকাকে! চাঞ্চল্য
রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন গোয়েন্দারা।জানা গিয়েছে, বাড়ির দারোয়ান লম্বুর বাড়ি ঝাড়খণ্ডে। কয়েক বছর আগে দারোয়ানের কাজ নিয়ে কলকাতায় আসে সে। তার শারীরিক পরীক্ষা করে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বালিকা খুনের দিন অত্যধিক মদ্যপান করেছিল রামকুমার। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলও উদ্ধার হয়েছে।
দারোয়ানকে আটক করে প্রথমে জোড়াবাগান থানা ও পরে লালবাজারে নিয়ে গিয়ে প্রায় সারা রাত তাকে জেরা করা হয়। গোয়েন্দা সূত্রের খবর, জেরায় সে ভেঙে পড়ে। জেরায় পুলিশ জানতে পেরেছে, প্রথমে নয় বছরের বালিকাকে বিরিয়ানি দিয়ে ওই ঘরে ডাকা হয়েছিল। এরপর তার উপর চলে অত্যাচার। নাবালিকাকে যৌন হেনস্থার পর মদের নেশায় অচৈতন্য হয়ে পড়ে রামকুমার।
জ্ঞান ফেরার পর অভিযুক্তের আশঙ্কা হয় যে, ওই বালিকা বাইরে গিয়ে গোটা ঘটনাটি প্রকাশ্যে আনতে পারে। সেই ভয়ে তাকে গলা টিপে খুন করে সে। এরপর মৃত্যু নিশ্চিত করতে একটি ছুরি দিয়ে তার গলায় আঘাত করা হয়।এই ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন।
আরও পড়ুনঃ নিউটাউনে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদার হাতে ভাই খুন
দফায় দফায় প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা। আজ সন্ধ্যায় মোমবাতি মিছিল করবেন এলাকার বাসিন্দারা। এই মোমবাতি মিছিল শেষ হবে জোড়াবাগান ক্রসিংয়ে। সেখানে তাঁরা অপরাধীর যোগ্য শাস্তির দাবি জানাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584