বাংলার শিল্পী মহলে ইন্দ্রপতন! প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী চিত্র পরিচালক গৌতম বেনেগাল

0
149

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

প্রখ্যাত লেখক, কার্টুনিস্ট ও জাতীয় পুরস্কার জয়ী চিত্র পরিচালক গৌতম বেনেগালের জীবনাবসান। মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রা্ন্ত হয়ে মারা গেলেন তিনি। গৌতম বেনেগালের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর বন্ধুদের মাধ্যমে।

Gautam Benegal
ছবি সৌজন্যেঃ ফেসবুক

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ ছিলেন গৌতম বেনেগাল। এমনকি গতকালও কেন্দ্রের জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল নিয়ে বেশ কয়েকটি শ্লেষাত্মক টুইট করেন এই কার্টুনিস্ট। কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ রবি কিষাণের প্রতিও।

মাত্র ১৬ বছর বয়স থেকেই বাংলার শিল্পীমহলে সাড়া ফেলেছিলেন এই প্রতিভাবান লেখক। সত্যজিত রায়ের ‘সন্দেশ’ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়েছে গৌতম বেনেগালের আঁকা ছবি এবং প্রতিবেদন। অ্যানিমেশন ছবির জগতে গৌতম বেনেগাল এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর বিখ্যাত ছবিগুলি হলো ‘কেলভিনেটর পেঙ্গুইন’ ‘হ্যান্ডিপ্ল্যাস্ট বয়’ ইত্যাদি।

আরও পড়ুনঃ প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী  অভিনেত্রী সুরেখা সিক্রি

ফিল্ম ডিভিশন অফ ইন্ডিয়ার জন্যও বেশ কিছু ছবি পরিচালনার কাজ করেছেন তিনি। তেহেরান, বেলারুশ,কাইরোর মতো বেশ কয়েকটি বিদেশি চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে তাঁর তৈরি ছবি। ২০১০ সালে ‘দ্য প্রিন্স অ্যান্ড দ্য কাউন অফ স্টোন’ নামে একটি অ্যানিমেশন ছবির জন্য জাতীয় পুরস্কার পান প্রয়াত পরিচালক গৌতম বেনেগাল।

কার্টুনিস্ট, সাংবাদিক ও চিত্রশিল্পী হিসাবে টাইমস অফ ইন্ডিয়া, ডিএনএ-র মতো সাংবাদমাধ্যমেও কাজ করেছেন গৌতম বেনেগাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here