আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১২ ছাত্রের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা উত্তর প্রদেশ পুলিশের

0
120

ওয়েবডেস্কঃ

আবার খবরের শিরোনামে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়! গতকাল সংখ্যালঘু তকমা প্রসঙ্গে খবরের শিরোনামে থাকার পর আজ বিশ্ববিদ্যালয়ের ১২ ছাত্রের বিরুদ্ধে উত্তর প্রদেশ পুলিশের দেশদ্রোহিতার মামলার পর  উত্তপ্ত হল আলীগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

গত কয়েকদিন থেকেই একটা খবর ছড়িয়ে পড়ে যে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে আজ ১৩ তারিখ যোগ দেবেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। সেই প্রসঙ্গে আজ এক টিভি চ্যানেলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছবি তোলার সময় ছাত্রদের সঙ্গে তর্ক শুরু হয়‌।পরে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের ১২ জন ছাত্রের নামে অভিযোগ করলে পুলিশ সেই ১২ ছাত্রের নামে দেশদ্রোহিতার মামলা করে।

আরও পড়ুনঃআলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু পদমর্যাদাঃমামলা সাত বিচারপতির বেঞ্চে অর্পণ

শুরু হয় ক্লাস বয়কট করে বিক্ষোভ। ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ের মূল দরজা বন্ধ করে দেয় পুলিশ। বন্ধ আছে শহরের ইন্টারনেট পরিষেবা। তবে যাকে নিয়ে সমস্যা সেই আসাদুদ্দিন ওয়াইসি আজ আলীগড়ে আসেননি।

(ফিচার ছবি-The Wire)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here