ফেঁসে গেলেন ভারত অধিনায়ক, বিরাটের বিরুদ্ধে মামলা উঠলো গ্রেফতার করার দাবীও

0
83

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

স্বার্থের সংঘাতে অভিযোগের পর ফের বিতর্কে বলা ভালো আইনি মামলায় ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার বিরুদ্ধে মামলা করা হল মাদ্রাজ হাইকোর্টে। এমনকি উঠল গ্রেপ্তারের দাবীও। জুয়ার বিজ্ঞাপনে দেখা গিয়েছে বিরাটকে এমনি অভিযোগ তুলেছেন চেন্নাইয়ের এক আইনজীবী।

Virat Kohli | newsfront.co
সংবাদ চিত্র

তাঁর দাবী, তারকাদের বিজ্ঞাপন দেখে জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে যুবপ্রজন্ম। তার উপর এই ধরনের বিজ্ঞাপনে বিরাটের মতো ক্রিকেটারকে দেখা যাচ্ছে। ফলে জুয়ার প্রতি আকর্ষণ দ্বিগুণ হচ্ছে সবার। ভারত অধিনায়ক হিসেবে সচেতন থাকা উচিত। শুধু টাকা, পয়সা রোজগার করা উদ্দেশ্য হওয়া উচিত নয়।

আরও পড়ুনঃ অ্যাথলিট হিসেবে তিনি ইমরান, বোথামের থেকে এগিয়েঃ কপিল

এই আইনজীবির দাবী, অনেকে ভাবছেন প্রিয় তারকারা এর প্রচার করছেন মানে, বিষয়টি খারাপ হতেই পারে না। তাছাড়া এসব গেমের জন্য বাড়ির বাইরেও বেরনোর প্রয়োজন হচ্ছে না, পুরোটাই অনলাইনে। সে কারণে আসক্ত হওয়ার চান্স সব চেয়ে বেশি। তাই আইনজীবীর আবেদন, জুয়ার সমস্ত অ্যাপ যেন নিষিদ্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ তাঁদের বিশ্বজয়ের পেছনে রয়েছে আইপিএলঃ মরগ্যান

এছাড়া বিরাট কোহলিকে গ্রেফতার করে যেন দৃষ্টান্ত স্থাপন করা হয় পরে অন্য সেলেব্রেটি এমন বিজ্ঞাপন করতে ভয় পাবে। শুধু বিরাট নয় অভিনেত্রী তামান্নার বিরুদ্ধেও একই অভিযোগ এনেছেন ওই আইনজীবি। প্রসঙ্গত সচিন, দ্রাবিড়, ধোনিদের কেরিয়ারে এমন বিজ্ঞাপনের প্রস্তাব এলেও তারা কিন্তু এমন বিজ্ঞাপন করেন নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here