শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এর আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করেছিলেন চিকিৎসকরা। পুজো হলেই হবে করোনার সুনামি বলেছিলেন চিকিৎসক সংগঠনের শীর্ষকর্তারা। এবার সেই একই প্রসঙ্গ তুলে রাজ্যের সব বারোয়ারি দুর্গাপুজো বন্ধ করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন হাওড়ার বাসিন্দা অজয় কুমার দে। তাঁর আইনজীবী সব্যসাচী চ্যাটার্জীর দাবি, এক সময়ে কেরলকে ভারতের সংক্রমণ মুক্ত রাজ্য হিসেবে ভাবা হচ্ছিল।
আরও পড়ুনঃ বেসরকারি স্কুলে নন-অ্যাকাডেমিক সহ ২০ শতাংশ ফি মকুবের নির্দেশ হাইকোর্টের
কিন্তু কেরলের ওনাম উৎসবের পর যে অবস্থা হয়েছে, এখানেও দুর্গাপুজো সেইভাবে পালিত হলে করোনা সংক্রমণ বাড়বে। তাই অবিলম্বে বারোয়ারি পুজো বন্ধের নির্দেশ দেওয়া হোক।
আরও পড়ুনঃ স্ব-নির্ভর প্রকল্পের অধীনে এবার শহরে ‘স্বয়ংসিদ্ধা’-র বিশেষ প্রদর্শনী
মহারাষ্ট্রে গণেশ পুজো উৎসব এবং দেশে মহরম-র অনুমতি দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে মামলায়। আদালত সূত্রে খবর, মামলাটি আগামীকাল বৃহস্পতিবার শুনবে ডিভিশন বেঞ্চ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584