শুভম বন্দ্যোপাধ্যায়,কলকাতাঃ
সমস্ত মামলার ঝক্কি-ঝামেলা কাটিয়ে বিধানসভা নির্বাচনের আগে ডিসেম্বর থেকে ১৬৫০০ টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা করেছেন টেট উত্তীর্ণ এক পরীক্ষার্থী৷ জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। শুক্রবার এই মামলার শুনানি হবে হাইকোর্টে।
প্রসঙ্গত, প্রাথমিক টেট ‘অনলাইন অ্যাপ্লিকেশন’ বিজ্ঞপ্তি দেওয়া হয় ২৩ নভেম্বর ২০২০৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়া নিয়োগ প্রক্রিয়ার জন্য ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পর্ষদ বিজ্ঞপ্তিতে এও জানিয়েছে, যে সমস্ত প্রার্থীরা চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণ হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন, তারাও ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। ২০১৪ সালে যে সমস্ত প্রার্থীদের টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে রয়েছেন তাদের নথি যাচাই করা হবে।
আরও পড়ুনঃ শুরু হচ্ছে প্রাথমিকে নিয়োগের জন্য নাম নথিভুক্তর কাজ
এই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ পায়েল বাগ নামে এক পরীক্ষার্থী ৷ তার দাবি, ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল৷ যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়৷ সেই রায়ে বলা হয় যে সমস্ত পরীক্ষার্থী ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাদের সকলকে পুরো ওই ৬ প্রশ্নের মার্কস দিতে হবে৷ বিভ্রান্তি ঠিক করে দ্রুত নম্বর দিয়ে চাকরি দেওয়ার নির্দেশ ছিল কোর্টের ৷
আরও পড়ুনঃ ভাইপোর সম্পত্তি কত বেড়েছে, তার হিসেব কোথায়! উত্তর চাইলেন সুজন
হাইকোর্টে ভর্ৎসনা ও নির্দেশ থাকার পরও ৭০০-র বেশি মামলাকারীদের চাকরি দেয়নি বোর্ড। সেই ঘটনা নিষ্পত্তি না করে নতুন ভাবে আবেদন গ্রহণ করা হচ্ছে কিভাবে? ওই নম্বর পেলে আরো কয়েকজন টেট উত্তীর্ণের সংখ্যা বাড়বে। এই প্রশ্ন তুলেই মামলা করেছেন এই পরীক্ষার্থী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584