কৃষি আইনের সমর্থনে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’! রাজ্য বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

0
86

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

Sukhpal Singh | newsfront.co
সুখপাল সিং শরণ। ছবিঃ টুইটার

কৃষি আইনের পক্ষে-বিপক্ষে দেশজুড়ে বিতর্ক চলছেই। প্রায় দুমাস ধরে দিল্লি সীমানায় অবস্থান বিক্ষোভে বসেছেন আন্দোলনকারী কৃষকরা। কেন্দ্র ও কৃষক সংগঠনগুলো নিজেদের অবস্থানে অনড় থাকায় সরকারের সঙ্গে কৃষকদের আলোচনাতেও মিলছে না কোন সমাধান। এই আবহে স্থানীয় টিভি চ্যানেলের একটি বিতর্ক সভায় কৃষি আইনের পক্ষে বলছিলেন পাঞ্জাবের বিজেপি রাজ্য সম্পাদক সুখপাল সিং শরণ। এই বক্তব্যেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল পাঞ্জাবের বিজেপি সম্পাদকের বিরুদ্ধে। স্থানীয় থানায় দায়ের হয়েছে মামলা।

অভিযোগ, দিন কয়েক আগেই পাঞ্জাবী একটি খবরের চ্যানেলে কৃষি আইন নিয়ে বিতর্ক চলছিল। সেই সময়ই বিরোধীদের আক্রমণ করে শরণ বলেছিলেন, “গুরু গোবিন্দ সিং স্বৈরাচারী শাসক ঔরঙ্গজেবের জন্য জাফরনামা লিখেছিলেন। এবার সেই জাফরনামাই (নয়া তিন কৃষি আইন) লেখা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে।“

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফর ঘিরে পুলিশ-কৃষক ধুন্ধুমার হরিয়ানায়

শরণের এই মন্তব্যের ক্লিপিংস ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, তারপরই বিভিন্ন অংশ থেকে প্রতিবাদ আসতে থাকে। এরপরই আইপিসি-র ২৯৫-এ ধারায় পাঞ্জাবের বিজেপি সম্পাদক সুখপাল সিং শরণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এসএসপি ভূপেন্দরজিত ভির্ক।

অভিযুক্ত সুখপাল সিং শরণ অবশ্য দাবি করেছেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

আরও পড়ুনঃ চিকেন বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র করছে কৃষকরা- ভিত্তিহীন মন্তব্য বিজেপি বিধায়কের

এ প্রসঙ্গে পাঞ্জাবের বিজেপি মুখপাত্র অনিস শরণ সংবাদমাধ্যমকে বলেন, “ঘটনার কথা শুনেছি, কিন্তু বিস্তারিত জানি না। সব জেনেই এ বিষয়ে উত্তর দেব।“

বিজেপি সম্পাদক সুখপাল সিং শরণ ভাতিন্ডা শীসমহল রেসিডেন্ট ওয়েলফেরায় সোসাইটিতে ভাড়া থাকেন। তাঁর সম্পর্কে অভিযোগ ওঠার পর থেকে সেখানেও তাঁকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। বাড়ির মালিককে সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে তিনি যেন শরণকে অবিলম্বে বাড়ি ছেড়ে দিতে বলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here