শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
রাজ্যে ভোট পরবর্তী হিংসায় খুন হন কাঁকুড়গাছির অভিজিৎ সরকার, এমনটাই অভিযোগ করেছিলেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। আজ তিনি শিয়ালদহ আদালতে নারকেলডাঙা থানার প্রাক্তন ওসি শুভজিত সেন ও শাসক দলের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছেন বলে সূত্রের খবর।
বিশ্বজিতের দাবি, কয়েকদিন আগে একদল দুষ্কৃতি বাইকে করে তাঁর বাড়ির সামনে এসে তাঁকে খুনের হুমকি দিয়ে যায়। বিশ্বজিৎ জানান, ঐ দুষ্কৃতিরা হুমকি দেয়, প্রথমত তাঁকে মামলা প্রত্যাহার করতে হবে ও দ্বিতীয়ত সিবিআই-এর তদন্তকারীদের কাছে নারকেলডাঙা থানার প্রাক্তন ওসি শুভজিত সেন ও স্থানীয় তৃণমূল বিধায়কের সম্পর্কে মুখ খুললে খুন করা হবে তাঁকে। এই ঘটনার পর লালবাজারে লিখিত অভিযোগ জানান বিশ্বজিৎ। তবে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই তাঁর অভিযোগ। তাই আদালতে তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করার আবেদন জানাবেন বিশ্বজিৎ। আজ ১১টা নাগাদ মামলা দায়ের করবেন তিনি, এমনটাই খবর।
আরও পড়ুনঃ আগরতলা পুরভোটে তৃণমূলের ইস্তেহার “আগরতলার জন্য নবরত্ন”
উল্লেখ্য, এই ঘটনায় সেপ্টেম্বরেই চার্জশিট জমা করেছে সিবিআই। ভোট গণনার পরের দিনই মৃত্যু হয় কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। তদন্তের স্বার্থে তাঁর দেহ সৎকার করা হয়নি। ১৩৬ দিন পর সৎকারের অনুমতি পায় পরিবার। তাঁরা প্রথম থেকেই অভিযোগ করেন বিজেপি করার অপরাধে অভিজিৎকে খুন করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে নিহতের পরিবার।
আরও পড়ুনঃ বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় আজ বিধানসভায় প্রস্তাব পাস
এছাড়া, গত শনিবার সিবিআই দফতরেও যান বিশ্বজিত্। অভিজিত খুনের মামলায় অন্যতম প্রধান সাক্ষী তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায়। বিশ্বজিতের আশংকা যেকোন সময় খুন হয়ে যেতে পারেন তিনি, তাই দ্রুত গোপন জবানবন্দি দিতে চান তিনি। সে আবেদনও সিবিআই আধিকারিকদের জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584