শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সিবিআই জেরার মুখোমুখি হওয়ার পরেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল গরু পাচারকারী চক্রের কিংপিন এনামুল হকের। করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার পর তাকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল সিবিআই।
আর সেই মত শুক্রবার আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করল গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক। একই সঙ্গে এদিন আদালতে হাজির করানো হয় বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকেও।
সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর নিজেকে অসুস্থ বলে দাবি করেছিল এনামুল হক। করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় এনামুলকে। এরপর দু’দুবার করোনা পজিটিভ রিপোর্ট আসে এনামুলের। তারপরে রিপোর্ট নেগেটিভ আসার পর এদিন আদালতে আত্মসমর্পণ করে এনামুল।
আরও পড়ুনঃ সল্টলেকে বড় ছেলেকে খুন করে গুম করার অভিযোগে ধৃত মা-ভাই
অন্যদিকে ১৯ দিন জেল হেপাজতের পর এদিন সিবিআই আদালতে তোলা হয় বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমারকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এনামুলকে হেফাজতে চাইবে সিবিআই। সতীশ কুমারের ছেলে এনামুলের সংস্থায় কাজ করে বলে জানা যায়।
আরও পড়ুনঃ নয়া তিন কৃষি আইনের বৈধতা নিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ ভারতীয় কিষান ইউনিয়ন
উল্লেখ্য, গত মাসে দিল্লির একটি হোটেল থেকে এনামুল হককে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারপর এনামুল হককে শর্ত সাপেক্ষে জামিন দেয় দিল্লির সিবিআইয়ের বিশেষ আদালত। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মালদহ, মুর্শিদাবাদ ও বসিরহাট সীমান্ত এলাকায় কয়েকজন ব্যবসায়ীর উপর নজরদারি শুরু করেন তদন্তকারী দলের সদস্যরা। এছাড়া, বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমারের বাড়ি, ব্যবসায়ী রাজন পোদ্দারের মানিকতলার বাড়ি ও তিন জেলায় সিবিআই তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584