সামান্য বৃষ্টিতেই হাঁটু জল,বিপাকে পথচারীরা

0
67

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে দুর্বিষহ হয়ে পড়েছে এলাকার জনজীবন।বৃষ্টি হলেই যেন সেই পথ দিয়ে চলা দায় বেলদা-আসন্দা পূরাতন কাঁথি রাস্তায়।বেলদা থেকে আসন্দা যাওয়ার রাস্তার উপরেই রয়েছে জাতীয় সড়কের ফ্লাইওভার।দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত না হয় একটু বৃষ্টি হলেই জমতে থাকতে বৃষ্টির জল।জাতীয় সড়কের নিচে রাস্তার উপর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে যার ফলে রাস্তার উপর জল জমছে একটু বৃষ্টিতেই।

নিজস্ব চিত্র

অসুবিধায় পড়তে হচ্ছে পথযাত্রী থেকে বাইক যানবাহন আরোহীদের।বেলদার জাতীয় সড়ক থেকে একেবারে আসন্দা শিক্ষানিকেতন রাস্তার কঙ্কালসার অবস্থা।একটি উচ্চ মাধ্যমিক স্কুল ছেড়ে এসে আরেকটি উচ্চ মাধ্যমিক স্কুল যাওয়ার রাস্তায় বেরিয়ে রয়েছে চিপসের টুকরো আবার কোথাও মোড়াম রাস্তার উপরে বড় বড় গর্ত।একেবারেই চলাফেরা বিপন্ন হয়ে পড়েছে গ্রামবাসীদের।জানা গিয়েছে বছরে দু’একবার রাস্তার সারাই করা হয় বেলদা ১ অঞ্চলের পক্ষ থেকে।নতুনভাবে পিচ রাস্তা নির্মাণের জন্য অনেকদিন থেকেই রাস্তার ধারে পড়ে আছে চিপস মোড়ামসহ একাধিক দ্রব্য।গরমকাল কেটে গিয়ে বৃষ্টি চলে এলো এখনো পর্যন্ত রাস্তার উন্নয়নের হেলদোল নেই প্রশাসনের পক্ষ থেকে।স্থানীয়দের দাবি রাস্তা খারাপের জন্য বিডিও অফিসের বিডিওর দপ্তরের ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু কোনভাবেই সাড়া পাননি থেকে প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে।বেঙ্গল সুরে স্থানীয়রা জানিয়েছেন হালকা বৃষ্টি হলে রাস্তায় যেন মাছ ছাড়ার অবস্থা হয়।শুধু জাতীয় সড়কের ফ্লাইওভারের নিচে নয় সেখান থেকে শুরু করে আসন্দা শিক্ষানিকেতন পর্যন্ত রাস্তার বেহাল চিত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here