নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে খুন, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার মামলাগুলির তদন্তভার সিবিআই-এর হাতে গিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। বৃহস্পতিবারে আদালতের এই নির্দেশের পরেই এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন দিল্লি ও কলকাতার সিবিআই আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের ১২৪ পাতার রায়ের প্রতিলিপি হাতে পাওয়ার পরেই লিগাল টিমের সঙ্গে বৈঠকে বসেন সিবিআই-এর ডিরেক্টরও।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মতো তদন্তের প্রেক্ষাপট ও গুরুত্ব বিচার করে চারটি বিশেষ দল গঠন করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।এই চারটি বিশেষ তদন্তকারী দলের প্রতিটিতে থাকবেন ৬-৭ জন করে আধিকারিক। রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে মোট ৩০ জন দক্ষ অফিসার নিয়ে স্পেশাল ইউনিট গঠন করা হয়েছে। এই স্পেশাল ইউনিট এর সমস্ত কাজ খতিয়ে দেখতে টিমের নেতৃত্বে থাকবেন একজন জয়েন্ট ডিরেক্টর পদ মর্যাদার আধিকারিক। অর্থাৎ চারটি দলের নেতৃত্বে থাকছেন চারজন জয়েন্ট ডিরেক্টর।
আরও পড়ুনঃ সোনিয়ার ডাকা বৈঠকে মধ্যমণি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকতে পারেন সীতারামও
এছাড়াও থাকছেন একজন ডিআইজি, একজন সিনিয়র এস পি ও তিনজন এস পি। প্রতিটি দলের পক্ষ থেকে তদন্তকারী আধিকারিকরা দ্রুত কথা বলবেন ‘আক্রান্তদের’ সঙ্গে। স্পেশাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে খতিয়ে দেখবে সব। এর ভিত্তিতে তৈরি হবে একটি প্রাথমিক রিপোর্ট। সেই রিপোর্ট প্রথমে যাবে জয়েন্ট ডিরেক্টরের কাছে। তারপরে সেই রিপোর্ট চলে যাবে দিল্লিতে। পরবর্তী নির্দেশের পরেই তদন্তকারীরা অভিযুক্তদের সিবিআই অফিসে ডেকে বয়ান নেওয়া শুরু করবেন ও সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবেন।
আরও পড়ুনঃ প্রতি ১৫ দিন অন্তর এসএসকেএমে বসবেন মুখ্যমন্ত্রী
কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই ও রাজ্য পুলিশের অফিসারদের দিয়ে সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনের নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী তদন্ত শুরু করতে তৎপর হয়েছে সিবিআই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584