শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
গরু পাচার চক্রের কিংপিন এনামুল হককে জেরার পর কয়লা পাচার কান্ডে অন্যতম অভিযুক্ত মাথা অনুপ মাঝি ওরফে লালাকে ইতিমধ্যেই সোমবার ডেকে পাঠিয়েছেন সিবিআই গোয়েন্দারা।
কয়লা পাচার এবং গরু পাচার সংক্রান্ত যোগসূত্রের তথ্য সহ আয়কর দফতরের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও হাতে এসেছে গোয়েন্দাদের। আর এবার আগে আবেদনের ভিত্তিতে কাকতালীয়ভাবে অনুপ মাঝি ওরফে লালার এক বছরের কল রেকর্ড হাতে এল গোয়েন্দাদের।
গত এক বছরে সে কোন কোন পুলিশ থেকে বিএসএফ, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে পাচারকারীদের সঙ্গে কথা বলেছে, তা নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।
আরও পড়ুনঃ তৃণমূলের নেতা নেত্রীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেঃ অধীর চৌধুরী
একই সঙ্গে কিভাবে গরু পাচার করার সঙ্গে কয়লা পাচার করা হত, সেই কনসাইনমেন্ট পদ্ধতিও জানতে পেরেছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, একইভাবে এনামুল হকের কল রেকর্ড সংগ্রহ করেছিল সিবিআই। আর সেখান থেকেই কয়লা পাচারের কিংপিন লালার খোঁজ পায় সিবিআই গোয়েন্দারা।
আরও পড়ুনঃ পাচার হওয়া পূর্ণবয়স্ক গরুকে বাছুর দেখানোর অভিযোগ! শুল্ক অফিসাররা নথি দিলেন সিবিআইকে
এয়ারটেল, ভোডাফোন-সহ চারটি সংস্থার নম্বর ব্যবহার করত লালা। টেলিমন্ত্রককে আগের সপ্তাহে চিঠি দেওয়া হয়েছিল। সেই আর্জি মঞ্জুর করে টেলিমন্ত্রক শনিবার রাতের দিকে সেই কল ডেটা রেকর্ড সিবিআইকে পাঠিয়ে দেয়। লালার সঙ্গে বেশি কথা বলা নম্বরগুলি কে বাছাই করে আগামী সপ্তাহ থেকে ওই সমস্ত ব্যক্তিদের বিষয়ে খোঁজ নেওয়া বা তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।
আরও পড়ুনঃ মঙ্গলবার মমতার বুথে লিফলেট বিলিতে আসছেন নাড্ডা
এছাড়াও গোয়েন্দারা জানতে পেরেছেন, ১০ টাকার নোটের ইউনিক সিরিয়াল নম্বরে ব্যবহার করে রিসিভারের কাছে পৌঁছে যেত কয়লার কনসাইনমেন্ট। সব গরুর সঙ্গে কয়লা পাঠানো হত না। কিন্তু যে গরুর পালের সঙ্গে কয়লা পাঠানো হচ্ছে, তার মালিককে প্রত্যেকটি কনসাইনমেন্ট দেওয়ার সময় একটি ১০ টাকার নোট দিয়ে দেওয়া হত। যিনি সেই কনসাইনমেন্ট অর্থাৎ পাচার হওয়া কয়লা নেবেন, তার কাছে সেই সিরিয়াল নম্বর ফোনে বা মেসেজ করে জানিয়ে দেওয়া হত।
গরু গুলি বাংলাদেশে ঢোকার আগেই নির্দিষ্ট স্থানে সেই রিসিভার ওই ইউনিক সিরিয়াল নম্বর মিলিয়ে কয়লা নিয়ে নিত। একইভাবে কোন কোন ক্ষেত্রে টাকা পাচার করা হয়েছে বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। তবে সোমবার অনুপ মাঝি এলে তাকে জেরার মাধ্যমে আরও পরিষ্কার জানা যাবে বলে ধারণা গোয়েন্দাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584