৬৩ মুনস মামলায় পি চিদাম্বরমের বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনিঃ সিবিআই

0
112

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সিবিআইয়ের এডভোকেট হিতেন ভেনেগাওকর বোম্বে হাইকোর্টের বিচারপতি শ্রীমতী সাধনা যাদব এবং বিচারপতি এন জে জমাদার এর ডিভিশন বেঞ্চে জানান, ৬৩ মুনস টেকনোলজিসের দায়ের করা অভিযোগের তদন্তে এমন কোনো প্রমাণ মেলেনি যাতে প্রাক্তন অর্থমন্ত্রী শ্রী পি চিদাম্বরমের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়।

P Chidambaram | newsfront.co
পি চিদাম্বরম। ফাইল চিত্র

এই কারণে তাঁরা এই অভিযোগ ইকোনমিক এফেয়ার্স দফতর চিফ ভিজিল্যান্স অফিসারের কাছে ফরোয়ার্ড করেছেন। সিবিআই আইনজীবী তাঁর হলফনামায় আদালতের কাছে এও জানান যে, অভিযোগকারী সংস্থাটি সিবিআইয়ের কাছে তাদের অভিযোগের স্বপক্ষে কোনো প্রামাণ্য নথিও পেশ করতে পারেনি।

আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গায় অনাথ হয়ে যাওয়া ১৮ বছরের সলমন জানতে চায় বিচারের মানে কি?

হলফনামায় আরও বলা হয়েছে, অভিযোগের স্বপক্ষে কোনো নথি না থাকার কারণে সিবিআই এই অভিযোগের তদন্ত ততক্ষণ পর্যন্ত করতে পারে না, যতক্ষণ না সংশ্লিষ্ট উচ্চতর দফতর প্রিভেনশন অফ করাপশন আইনের ১৭ ক ধারায় এই অভিযোগ আবার সিবিআইয়ের কাছে ফেরত পাঠাচ্ছে।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে শ্রীনগরে জঙ্গি হামলায় নিহত ২ পুলিশ কর্মী

অতএব এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংস্থার পক্ষে কোনো তদন্ত চালানো সম্ভব নয়। অভিযোগকারী সংস্থার আইনজীবী দাবি করেন এই অভিযোগ করার কারণ হল, এর মধ্যে উচ্চপর্যায়ের আর্থিক দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্র জড়িত অতএব তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু সিবিআইয়ের বক্তব্যকে মান্যতা দিয়ে বোম্বে হাইকোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ আগামী তিন মাস এই মামলার শুনানি স্থগিত রেখেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here