দিল্লিতে বদলি হলেন কলকাতার সিবিআই শীর্ষকর্তা পঙ্কজ শ্রীবাস্তব, কারণ নিয়ে জল্পনা

0
100

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আচমকা কলকাতার সিবিআই দফতরে বড়সড় বদল। বদলি হলেন সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। উল্লেখ্য, সারদা, নারদা, রোজভ্যালি-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত চলছিল তাঁর পর্যবেক্ষণেই। জানানো হয়েছে, দিল্লিতে সিবিআইয়ের প্রশিক্ষণ শাখায় বসেই কলকাতা জোনের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন পঙ্কজ শ্রীবাস্তব।

Pankaj Srivastava | newsfront.co
পঙ্কজ শ্রীবাস্তব। ফাইল চিত্র

প্রসঙ্গত, ২০১৯ সালে সারদা, নারদা ও রোজভ্যালির দ্রুতগতির তদন্তে যথেষ্ট ভূমিকা ছিল এই অফিসারের। এমনকি তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া নাটকীয় মোড়ের অন্যতম কারিগর ছিলেন পঙ্কজ শ্রীবাস্তব। রাজীব কুমারের বাসভবনে চলে আসা নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয় সিবিআই অফিসারদের।

ঘটনার প্রতিবাদে ধর্মতলার মোড়ে ধর্নায় বসে পড়েন খোদ মুখ্যমন্ত্রী। তারপরেও সারা শহর জুড়ে রাজীব কুমারের সন্ধানে তল্লাশি চালিয়েছিল সিবিআই। যদিও পরে আলিপুর আদালতে আগাম জামিন নিয়ে নেন তিনি। এমনকি পরে রাজীব কুমারকে আইপিএস থেকে বদল করে আইএএস অফিসার করে দেয় রাজ্য।

আরও পড়ুনঃ বাড়ি থেকে উধাও মোদী-শাহ-র ছবি! মুকুলকে ঘিরে জল্পনা

রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লিতে বসে যাতে নির্বিঘ্নে তদন্ত পরিচালনা করতে পারেন তাই বদলি করা হল পঙ্কজ শ্রীবাস্তবকে। এমনকী তাঁর জায়গায় কয়েকদিনের মধ্যে নতুন আধিকারিক নিয়োগ করা হতে পারে বলেও মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ সঙ্কটজনক সোমেন মিত্র, ৪৮ ঘন্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত

করোনা আবহের কারণে পশ্চিমবঙ্গে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে সিবিআইয়ের সারদা, রোজ ভ্যালি-সহ বিভিন্ন ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারির তদন্ত কিছুটা বাধাপ্রাপ্ত হলেও এখন তা কোন পথে এগোবে, তা নিয়ে এমনিতেই রাজনীতির জগতে জল্পনার শেষ নেই। সিবিআই সদর দফতরের সূত্রের দাবি, সারদা কেলেঙ্কারির চার্জশিটের খসড়া চূড়ান্ত করার কাজ চলছে। কিন্তু কলকাতা রাজনৈতিক আবহে তা কলকাতায় বসে করা সম্ভব নয়।

তাই পঙ্কজ শ্রীবাস্তব দিল্লিতে বসে রাজ্যের নাগালের বাইরে এই কেলেঙ্কারির তদন্ত দেখভালের কাজ করতে পারবেন। তবে তাঁর মূল কাজ হবে গাজিয়াবাদে সিবিআই অ্যাকাডেমিতে প্রশিক্ষণের কাজ দেখাশোনা করা। সেই দায়িত্বে এত দিন ছিলেন শরদ অগ্রবাল। তাঁকে সিবিআইয়ের স্পেশাল টাস্ক জোনের ভার দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here