সারদা কাণ্ডে নগদ ২৬০ কোটি টাকার তদন্তে আয়কর দফতরকে চিঠি দিল সিবিআই

0
103

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সারদা কাণ্ডের কাগজপত্রে হওয়া দুর্নীতির খোঁজ পেলেও হিসেব মিলছে না নগদে হস্তান্তর হওয়া বহু অর্থের। তদন্তে নেমে সিবিআই গোয়েন্দারা জানতে পেরেছেন, এক প্রভাবশালী জনপ্রতিনিধি নগদে ২৬০ কোটি টাকা দিয়েছিলেন আয়কর দফতরকে। কিন্তু সেই টাকা কোথা থেকে এসেছিল, তার সূত্রের হিসেব মিলছে না। সেই কারণে এবার বিস্তারিত খোঁজখবর নিতে আয়কর দফতরকে চিঠি দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

saradha | newsfront.co
ফাইল চিত্র

সিবিআই সূত্রে খবর, ২০১৪-১৫ সালে দ্রুত আয়কর সংগ্রহের জন্য দফতরের তরফে একটি স্কিমের ঘোষণা করা হয়। যেখানে আয়কর ছাড়ের সুযোগ দেওয়া হয়। সেই সময়ে ওই প্রভাবশালী জনপ্রতিনিধি নগদে ২৬০ কোটি টাকা জমা দেন। ওই জনপ্রতিনিধির আয়কর জরিমানা হয়েছিল ১০৪ কোটি টাকা।

আরও পড়ুনঃ বাড়ল পাঞ্জাবে রেল রোকো কর্মসূচির মেয়াদ

সেই বিষয়েই আরও বিস্তারিত খোঁজখবর নিতে আয়কর দফতরকে কাছে ওই সংক্রান্ত নথি তলব করেছে সিবিআই।

সিবিআই গোয়েন্দাদের দাবি, আয়করের স্কিমের সুযোগ পেয়ে সারদা সহ চিটফান্ডের টাকা নগদে জমা দেওয়া হয়েছিল। তার উল্লেখ একমাত্র থাকতে পারে আয়কর দফতরের নথিপত্রেই। সেই কারণেই ওই নথিপত্র তলব করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here