নকল বিল জমা দিয়ে নৌবাহিনীতে ৬.৭৬ কোটি টাকা তছরূপঃ সিবিআই

0
49

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভারতীয় নৌবাহিনীর চার জন উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে ওঠা ৬.৭৬ কোটি টাকার তছরুপের অভিযোগের তদন্তে সিবিআই।

Navy | newsfront.co
ফাইল চিত্র

সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, ২০১৬ সালে ক্যাপ্টেন অতুল কুলকার্নি ৭ টি নকল বিল তৈরি ও জমা দেওয়াতে পরোক্ষভাবে সাহায্য করেন কম্যান্ডার মান্দার গোডবলে ও আর. পি শর্মাকে। এই নকল বিলের অর্থের পরিমাণ ৬.৭৬ কোটি টাকা। ভারতীয় নৌসেনার এক ক্যাপ্টেন-সহ আরও ১৪ জন আধিকারিককে আটক করেছে সিবিআই, ৬.৭৬ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে।

আরও পড়ুনঃ সেকুলার, সোশ্যালিস্ট সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থে মামলা দায়ের

সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, ক্যাপ্টেন কুলকার্নি সহ বাকি ১৪জন নৌসেনা আধিকারিক সকলেই তাঁদের ক্ষমতার অপব্যবহার জনগনের অর্থ নয়ছয় করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, যেসমস্ত কাজের নকল বিল তাঁরা জমা দিয়েছেন সেসব কোনো কাজই নৌসেনার মুম্বাই হেড কোয়ার্টারে হয়নি।

আরও পড়ুনঃ রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করছে করোনা, প্রকাশ্যে এল গবেষণার নতুন তথ্য

এফআইআর-এর কপি থেকে জানা গেছে, স্টার নেটওয়ার্কের নামে দুটি বিল যার মূল্য ১.৯১ কোটি টাকা এবং বিলের তারিখ ২৩ মার্চ ২০১৬। আরেকটি বিলের পরিমাণ ২.৯৩ কোটি টাকা একমি নেটওয়ার্কের নামে।

সিবিআই আধিকারিকরা জানান আরও কয়েকজন নৌসেনা আধিকারিক এর মধ্যে যুক্ত ছিলেন। সিবিআই গোয়েন্দারা অভিযুক্তদের বাড়ি এবং অফিসে রেড করে নগদ অর্থ এবং আয়ের সঙ্গে অসংগতিমূলক বহু জিনিস উদ্ধার করেছেন। তদন্ত এখনও চলছে, আরো নথি তাঁদের হাতে আসছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here