শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্ত তার নিজস্ব গতিতে চললেও আগামী বিধানসভা নির্বাচনে অন্যতম ফ্যাক্টর হয়ে উঠতে পারে গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার সংক্রান্ত দুর্নীতি। গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই নাম উঠে এসেছে একাধিক বিএসএফ আধিকারিকদের।
তার তদন্তে কয়লা পাচার কান্ডের যোগ পেয়ে আন্তর্জাতিক লেনদেনেরও হদিশ পেয়েছেন তদন্তকারী অফিসাররা। সেই কারণেই এবার আয়কর দফতরের হাত থেকে এই ঘটনার তদন্তের ভার নিচ্ছে সিবিআই। আর এই কাণ্ডের তদন্তভার দেওয়া হচ্ছে সারদাকাণ্ডে তদন্তকারী অফিসারদেরই।
আরও পড়ুনঃ বৈষম্য নিয়ে প্রশ্ন তুলে নির্মলাকে চিঠি অমিতের
সূত্রের খবর , আয়কর দফতর এখনও পর্যন্ত যা তদন্ত করেছে সেই সমস্ত নথি চেয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সিবিআই সূত্রে আরও জানা যাচ্ছে, কলকাতায় যে সিবিআই অফিসাররা সারদা তদন্তের দায়িত্বে রয়েছেন তাদের দিল্লিতে ডাকা হয়েছে। সিবিআই সদর দফতরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন সিবিআই অফিসাররা।
প্রসঙ্গত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের সময়েই আসানসােল , জামুড়িয়া , রানিগঞ্জের বিভিন্ন জায়গায় কয়লা পাচারের তদন্তে জায়গায় জায়গায় তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। সেই সময়েও এই অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ বলেছিলেন, “ কয়লা বিক্রির টাকার অংশ তাে রাজ্য সরকারের কোষাগারেও আসে । চোর ধরলে মমতাদিদির এত রাগ হচ্ছে কেন ?”
আরও পড়ুনঃ বিহারের ভোটাররা ৭ লাখেরও বেশি ভোট দিয়েছে ‘নোটা’য়
এই ঘটনা তদন্তে ইতিমধ্যেই সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে ৬ কয়লা ব্যবসায়ীকে।
আসানসােল এলাকার এক ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালা এবং বাঁকুড়ার আর একজনও তদন্তকারীদের নজরে রয়েছেন বলে খবর। বিরােধীদের বক্তব্য , এই দুজনই শাসকদলের সর্বোচ্চ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ । সিবিআই মনে করছে কয়লা নিয়ে যে কোটি কোটি টাকার কারবার হয়েছে তার শিকড় অনেক গভীরে। পূর্ব এশিয়ার একটি দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা গিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
সিবিআই মনে করছে কয়লা এবং গরু পাচার এবং পাচারকারীদের মধ্যে সম্পর্ক রয়েছে। সারদা তথা চিটফান্ড মামলায় সুপ্রিম কোর্টে বারবার সিবিআই বলেছে বৃহত্তর ষড়যন্ত্রের কথা। সারদার গায়েব হয়ে যাওয়া টাকা এবং এই গরু থেকে কয়লা পাচার কাণ্ডে কোন যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584