হেমতাবাদে বিধায়ক খুনের তদন্তে সিবিআই

0
52

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যু রহস্যের তদন্তের ভার সিবিআই-কে দিল দেশের সর্বোচ্চ আদালত। সিবিআই তদন্তের দাবিতে মৃতের স্ত্রী কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। সেখানে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে যায়।

debendra nath ray | newsfront.co
ফাইল চিত্র

কিন্তু এবার এই রহস্য মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতেই তুলে দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দিষ্ট নোটিশও পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত। উল্লেখ্য, গত ১৩ জুলাই সকালে রায়গঞ্জের বালিয়া থেকে বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর হাত বাঁধা ছিল। পকেটে পাওয়া যায় সুইসাইড নোটও। কিন্তু তাঁর পরিবার দাবি করে যে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ গুজরাটের করোনা হাসপাতালে বিধ্বংসী আগুনে দগ্ধ হয়ে মৃত্যু ৮ রোগীর

এই হত্যাকান্ডের তদন্তে নেমে সি আই ডি মালদহ থেকে ১জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, মোটা অঙ্কের আর্থিক লেনদেনে ওই ব্যক্তি মৃত বিধায়কের সঙ্গে জড়িত ছিলেন। তদন্ত এখনও চলছে। কিন্তু বিজেপির অভিযোগ, সম্ভবত রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে উত্তর দিনাজপুরের এই বিধায়ককে। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন বিধায়কের স্ত্রী। সেই আর্জি খারিজ করে আদালত তদন্তের দায়িত্বভার দেয় সিআইডি–কে। মৃতের পরিবার, রাজ্য বিজেপি— কেউই এই রায়ে খুশি ছিলেন না।

এরই মধ্যে বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান দিল্লির আইনজীবী শশাঙ্ক শেখর ঝা এবং সাংবাদিক স্যাভিও রডরিগ্‌স। তার ৬ সপ্তাহের মাথায় এ ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল বিচারপতি অরুণ মিশ্রের বিশেষ বেঞ্চ। দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিশও পাঠানো হয়েছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here