ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিজিৎ সরকারের মৃত্যু তদন্তে ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

0
82

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ভোট পরবর্তী হিংসার ঘটনায় মৃত্যু হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। বিজেপি-র ট্রেড ইউনিয়ন নেতা অভিজিতের বাড়ি কাঁকুড়গাছিতে । বিজেপি-র তরফে দাবি করা হয় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন তাদের কর্মী অভিজিৎ সরকার।

CBI
ছবি সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তের দায়িত্ব যায় সিবিআইএর হাতে। জানা গিয়েছে, এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিবিআই। মৃত বিজেপি কর্মী অভিজিৎ-এর দাদা বিশ্বজিৎ সরকার এই মামলায় বরবরাই নারকেলডাঙা থানার বিরুদ্ধে অসহযোগিতা এবং তদন্তের গতিপথ ঘোরানোর দাবি তোলেন। নারকেলডাঙা থানার এসআই রত্না সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি। অভিযুক্ত এসআই রত্না সরকারকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন বিশ্বজিৎ সরকার।

আরও পড়ুনঃ রাজনীতির ‘রঙ বদল’ হলে কি সত্যিই ‘নীতি বদল’ হয়! কি প্রমাণ করবে বাবুলের দল বদল?

উল্লেখ্য, শনিবার সিজিও কমপ্লেক্সে সিবিআই আধিকারিকদের সামনে হাজিরা দেন নারকেলডাঙা থানার এসআই রত্না সরকার। এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে তলব করলো সিবিআই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here