উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
এবার রবিবার বিকেলে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে সিবিআই নোটিশ ধরাল। জানা গেছে, এদিন কলকাতার আনন্দপুর থানা এলাকার একটি আবাসনের বাসিন্দা মেনকা গম্ভীর নামে এক মহিলার ফ্ল্যাট গিয়ে সিবিআই আধিকারিকরা নোটিশ দিয়ে এসেছেন।
সিবিআই সূত্রে জানা গেছে, কয়লা চুরির টাকা মেনকার অ্যাকাউন্টের মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। কয়লা তদন্তে লালার নাম উঠে আসছে। লালার সঙ্গে মেনকার যোগাযোগ আছে, তার প্রমাণ খুঁজে বার করতে চলেছে সিবিআই।
রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিশ দিতে গেলেও সিবিআইকে খালি হাতে ফিরতে হয়েছে। আজই অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বাড়িতে নেই অভিষেকের স্ত্রী, জানানো হয় বাড়ির তরফে। মোবাইল ফোনের নম্বর দিলেন সিবিআই আধিকারিকরা। বাড়ি ফিরলেই ফোন করতে বলা হয়েছে রুজিরাকে। সিআরপিসি-র ১৬০ নম্বর ধারায় নোটিস।
আরও পড়ুনঃ ‘শান্তিনিকেতন’এ সিবিআই! বিড়ম্বনায় তৃণমূল
সাক্ষী হিসেবে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আজই বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস, খবর সিবিআই সূত্রে। অভিষেকের স্ত্রী রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে প্রশ্ন। রুজিরার অ্যাকাউন্টে একাধিক সন্দেহজনক লেনদেন, খবর সিবিআই সূত্রে। সন্দেহজনক নগদ লেনদেন সংক্রান্ত তথ্য সিবিআইয়ের হাতে, খবর সূত্রের। এরপরই এদিন বিকেলে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোন মেনকা গম্ভীরের আনন্দপুরের আবাসনে যায় সিবিআই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584