চপার দুর্নীতি মামলায় প্রাক্তন সিএজি’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে সিবিআই

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি মামলায় প্রাক্তন প্রতিরক্ষা সচিব তথা প্রাক্তন সিএজি শশিকান্ত শর্মা, প্রাক্তন এয়ার ভাইস মার্শাল জসবীর সিং পানেসর ও তিনজন এয়ারফোর্সের সদস্যের বিরুদ্ধে কেস দায়ের করার জন্য কেন্দ্র সরকারের অনুমতি চেয়েছে সিবিআই। অগাস্টা ওয়াসটল্যান্ড চপার দুর্নীতির অংক ৩৭২৭ কোটি টাকা।

IAF | newsfront.co
প্রতীকী চিত্র

শশীকান্ত শর্মা প্রতিরক্ষা দপ্তরের যুগ্ম সচিব থাকাকালে কেনা হয় ১২ টি চপার। সেই চুক্তিতে বহু অসঙ্গতি থাকার কারণে ইউপিএ সরকারও সমালোচনার মুখে পড়ে। এরপর ২০১১ থেকে ২০১৩ অব্দি শশীকান্ত শর্মা ছিলেন প্রতিরক্ষা সচিব এবং তারপর ২০১৭ পর্যন্ত সিএজি ছিলেন শশীকান্ত শর্মা। ওই সময়ে তাঁর নাম জড়ায় এই দুর্নীতির মামলায়।

ইতালিয়ান আদালতের চূড়ান্ত রায়ে বার বার উঠে আসে J S AIR শব্দটি। মনে করা হয় এটি জয়েন্ট সেক্রেটারি এয়ার বোঝাতে ব্যবহার হয়েছিল। ওই পদে ২০১০ অব্দি ছিলেন শশীকান্ত শর্মা।

আরও পড়ুনঃ মহামারি পরবর্তীতেও অনলাইনে বিচারের পক্ষেই সওয়াল সংসদীয় কমিটির

ক্রিশ্চিয়ান মিকেল, যে এই চুক্তির জন্য বহু উচ্চপদস্থ কর্মচারীকে বিপুল পরিমাণ ঘুষ দিয়েছিলেন, প্রধানত তাঁর রেফারেন্স নোট থেকে এই নাম বারবার উঠে এসেছে।

সিবিআই জানিয়েছে তাদের দিক থেকে চূড়ান্ত প্রস্তুতি সারা, কেন্দ্রের অনুমতি পেলেই তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করবে। ২০১৮ সালে মিকেলকে ভারতে প্রত্যর্পণ করা হয়, তিনি তখন থেকে তিহাড় জেলে রয়েছেন। কিভাবে কাকে কত টাকা ঘুষ দিয়ে তিনি এই চুক্তি হাসিল করেছিলেন তার বিস্তারিত বিবরণ রয়েছে এই চার্জশিটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here