জেল হেফাজতে থাকা সত্ত্বেও কেন বারবার অন্তর্বর্তী জামিন পাচ্ছেন গৌতম কুণ্ডু? আদালতের দ্বারস্থ সিবিআই

0
56

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

২০১৫ সাল থেকে জেলে রয়েছেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। রোজভ্যালিকাণ্ডে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও সিবিআই দুই কেন্দ্রীয় সংস্থার মামলাতেই জেল হেফাজতে রয়েছেন তিনি। তবে জেল হেফাজতে থাকা স্বত্ত্বেও কীভাবে অন্তর্বর্তী জামিন পাচ্ছেন গৌতম কুণ্ডু? এই প্রশ্নের উত্তর পেতেই এবার আদালতের দ্বারস্থ হল সিবিআই।

Gautam Kundu
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

আজ, বুধবার ভুবনেশ্বরের একটি আদালতে এ নিয়ে অভিযোগ জানান সিবিআই কর্তারা। কিছুদিন আগেই গৌতম কুণ্ডুর বিরুদ্ধে যাঁরা সাক্ষী দিয়েছেন তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার ফের আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাল সিবিআই। গৌতম কুণ্ডের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ, জেল হেফাজতে থাকা স্বত্ত্বেও কেন অন্তর্বর্তী জামিন পাচ্ছেন গৌতম কুণ্ড? এর আগে ইডি-র মামলায় তিনি যখন অন্তর্বর্তী জামিনে ছিলেন সেইসময় তাঁর বিরুদ্ধে যাঁরা সাক্ষী দিয়েছিলেন তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে গৌতম কুন্ডুর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পে দুষ্কৃতী হামলা, কর্মীদের বেঁধে রেখে চলল লুটপাট

চলতি বছরের সেপ্টেম্বরে মায়ের অসুস্থতার কারণে গৌতম কুণ্ডুকে সাতদিনের প্যারোল মঞ্জুর করেছিল সিবিআইয়ের বিশেষ আদালত। গত ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত তিনি মায়ের সঙ্গে দক্ষিণ কলকাতার একটি আবাসনে ছিলেন। পরে ৭ অক্টোবর প্রেসিডেন্সি সংশোধনাগারে চলে যান তিনি।

আরও পড়ুনঃ ৪ কেন্দ্রের উপনির্বাচনে হার বিজেপির, বাংলার নির্বাচনকে চিনের সঙ্গে তুলনা দিলীপ ঘোষের

প্যারোলে থাকাকালীনই গৌতম কুণ্ডুর আইনজীবী বিপ্লব গোস্বামী আরও সাতদিনের জামিনের আর্জি জানান। কিন্তু সেই অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক। তবে এই পদ্ধতি অবলম্বন করে বেশ কয়েকবার অন্তর্বর্তী জামিন পেয়েছেন গৌতম কণ্ডু। এবার সেই কারণেই আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাল সিবিআই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here