শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্যে সক্রিয়তা বাড়ছে সিবিআই গোয়েন্দাদের। গরুপাচার কাণ্ডে বহুদিন নিষ্ক্রিয় থাকার পর বৃহস্পতিবার মানিকতলা মেন রোডে একটি অভিজাত আবাসনের ১৪ তলায় নির্মাণ ব্যবসায়ীর হানা দেন সিবিআইয়ের গোয়েন্দারা। একই সঙ্গে শহরের আরও ৪ জায়গায় তল্লাশি চালানো হয়।
এর আগে সীমান্ত রক্ষী বাহিনীর এক কমান্ডান্ট, তাঁর ছেলে-সহ সীমান্ত রক্ষী বাহিনীর একাধিক আধিকারিক এবং শুল্ক দফতরের আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সীমান্ত রক্ষী বাহিনীর একাধিক পদস্থ আধিকারিক এনামুলের কাছ থেকে বিপুল অর্থ ঘুষ নিয়ে বেআইনি গবাদি পশু পাচারের কারবারে সহযোগিতা করেছেন, এমনটাই তদন্তে উঠে এসেছিল।
আরও পড়ুনঃ লোকাল ট্রেন চালানোর দাবিতে মেচেদা স্টেশনের সামনে বিক্ষোভ ডিওয়াইএফআই’র
তদন্তে জানা যায়, জানা যায়, গরু পাচারের টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। রাজন পোদ্দার নামে এক নির্মাণ ব্যবসায়ীর নামেও এই টাকা বিনিয়োগ করা হয়, যিনি ৭ টি সংস্থার ডিরেক্টর। এমনকি পাচার সিন্ডিকেটের পান্ডা এনামুল হকের সঙ্গে রাজনের ব্যবসায়িক যোগ পাওয়া গিয়েছে। তবে এদিন তদন্তে কি পাওয়া গিয়েছে, তা প্রকাশ্যে বলেননি সিবিআই আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584