শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অবশেষে গরু পাচার কাণ্ডে চলে এল রাজনৈতিক যোগ। এতদিন পর্যন্ত গরু পাচার কান্ড পুলিশ বিএসএফ আয়কর দপ্তর এমনকি কয়লা মাফিয়া যোগসুত্র সামনে আসছিল। বছরের শেষ দিনে কলকাতা এবং জেলায় জোরদার তল্লাশিতে নামল সিবিআই। যার মধ্যে উল্লেখযোগ্য এক প্রভাবশালী যুব তৃণমূল নেতা।
কলকাতার ওই নেতার অফিস ও বাড়ি ছাড়াও হাওড়ার সালকিয়া ও হুগলির কোন্নগরের ২টি ঠিকানায় তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন রীতিমতো তল্লাশি পরোয়ানা নিয়ে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। রাসবিহারী, চেতলা ও লেকটাউনের তিনটি ঠিকানায় তল্লাশি চালান।
আরও পড়ুনঃ অচেনা ইমেল বা ফোনের মাধ্যমে ভ্যাকসিন রেজিস্ট্রেশন! হদিস ব্যাংক জালিয়াতির
উল্লেখ্য, ২০২০ জুলাইয়ে বিনয় মিশ্রকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদে বসানো হয়। এর আগে ওই নেতার অফিসে তল্লাশি চালানো হয়েছিল। এছাড়াও এদিন কয়লা পাচার কাণ্ডে লালা ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কোন্নগরের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584