সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
এবার স্বয়ং নীরব মোদীর বিরুদ্ধে চুরি ও খুনের হুমকির অভিযোগ করে লন্ডন কোর্টের দ্বারস্থ হলো সিবিআই। একটি ভিডিও’র ভিত্তিতে কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে সেই ভিডিও টি নীরব মোদীর সংস্থার এক ডিরেক্টরের করা ভিডিও তার সূত্র ধরেই এগিয়ে যায় সিবিআই। ইতিমধ্যে লন্ডনের আদালতে নীরব মোদীর মামলা চলছে এখন আবার সেই মামলার সঙ্গে নতুন এই মামলা দায়ের করল সিবিআই।
যে ভিডিও নিয়ে এই ঘটনার সূত্রপাত, তাতে দেখা গিয়েছে নীরব মোদী তাঁর সংস্থার এক ডিরেক্টরকে খুনের হুমকি দিচ্ছেন। এমনকী তাঁকে ভুয়ো চুরির মামলায় ফাঁসানো হবে, এমন অভিযোগ করা হয়েছে, সেই ভিডিওতে।
আরও পড়ুনঃ নির্মূলের আশা সুদূরপ্রসারী! লকডাউন শিথিলের আগে সাবধান তিন বিষয়ে বার্তা হু-র
২০১৮-এর জুনে তাঁকে নীরব মোদী ফোন করে হুমকি দিয়েছেন চুরির অভিযোগে ফাঁসানোর হবে। তাঁর অভিযোগের প্রেক্ষিতে একটা অডিও ও ভিডিও বার্তা দাখিল করা হয়েছে সিবিআইকে। এই সব প্রমাণ-সহ লন্ডন কোর্টের দ্বারস্থ সিবিআই। জানা গিয়েছে, সানসাইন জেমস নীরব মোদীর কোম্পানির ডামি সংস্থা। এদিকে, ইডি তদন্ত করে জানতে পেরেছে এমন একাধিক ডামি সংস্থা ছিল নীরব মোদীর।
ইতিমধ্যে পিএনবি ব্যাঙ্ক জালিয়াতির করে দেশ ত্যাগ করেছে আর তার জন্য ভারতীয় আদালতে নীরব মোদীর নামে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও বেশ কিছু আরও মামলার শুনানি চলছে দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি আদালতে। আর সেই আদালতে নতুন অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছে সিবিআই। বিদেশ মন্ত্রক সূত্রে এমনি খবর জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584