উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
গতকাল বিকেলে এসে আনন্দপুর থানা এলাকার উপহার বিলাস বহুল আবাসনে এসে দেখা করার নোটিস দিয়ে যায় সিবিআই। অনেক আগে থাকতেই জ্ঞাত ছিল, অভিষেকের স্ত্রীয়ের পাশাপাশি তাঁর (রুজিরার) বোন মেনকা গম্ভীর ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে।
অভিষেকের স্ত্রী রুচিরা বন্দোপাধ্যায়ের আপন বোন মনিকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাঁকেও নোটিস দিয়েছে সিবিআই। কাল তিনি আবাসনে না থাকায় মেইল-এ নোটিস পাঠানো হয়েছে। কিন্তু সেই নেটিসের কোনওরকম উত্তর পাওয়া যায়নি। তাই আজ সোমবার সকাল ১১টায় বাড়িতে গিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানিয়েছিল সিবিআই আধিকারিকরা। সেই মতই প্রায় বেলা ১২ টার পর উপহার লাক্সারি কমপ্লেক্সে গিয়ে পৌঁছে যায় সিবিআইয়ের দল।
আরও পড়ুনঃ তোলাবাজ ভাইপো এখনই যেন ফাঁসির মঞ্চে না যান! কটাক্ষ শুভেন্দুর
সিবিআইয়ের গাড়িকে বেশ কিছুক্ষণ কমপ্লেক্সের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। উপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত সিবিআইয়ের টিম তারা বাইরে অপেক্ষা করেন। পরে তদন্তকারী অফিসার উমেশ কুমার-সহ মহিলা অফিসরের টিম তাঁরা হেঁটে ভেতরে যান। উপহার লাক্সারি কমপ্লেক্সের টাওয়ার থ্রি-তে ১৮০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন মনিকা গম্ভীর।
আরও পড়ুনঃ মাদক কাণ্ডে ধৃত বিজেপি যুব নেত্রীর শপিং মলে তল্লাশি পুলিশের
প্রসঙ্গত, আজ (সোমবার) সকালে সিবিআইয়ের নোটিশে সাড়া দিয়েছেন অভিষেকের বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়। কাল( মঙ্গলবার)সকাল ১১ টা থেকে ৩ টের মধ্যে সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হতে প্রস্তুত তিনি। কিন্তু কী কারণে তাঁকে তলব করা হচ্ছে, তা জানেন না রুজিরা, সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন চিঠির উত্তরে। অন্যদিকে, সিবিআই তরফে জানা গিয়েছে, কয়লাকাণ্ড নিয়ে একাধিক অভিযুক্তকে তলব করার সময় বার বার উঠে এসেছে রুজিরা বন্দোপাধ্যায়ের নাম। সেই মর্মেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584