আসানসোলের ৬ কয়লা ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ সিবিআইয়ের

0
61

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্ত শেষ কয়েকটি বিধানসভা ও লোকসভা নির্বাচনের যে ছাপ ফেলতে পারেনি, তা সেই নির্বাচন গুলির ফলাফলে স্পষ্ট হয়ে গিয়েছে।

২০২১ বিধানসভা নির্বাচনে জয় পেতে রাজনৈতিকভাবে একদিকে যেমন চেষ্টা চালাচ্ছে বিজেপি, তেমনি এবার গরু পাচার কাণ্ড নিয়ে সক্রিয়তা বেড়েছে সিবিআই গোয়েন্দাদের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের মধ্যেই কলকাতায় গরু পাচার কাণ্ডের চার জায়গায় হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।

cbi officer | newsfront.co
প্রতীকী চিত্র

একই সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলের বেশ কয়েকজন কয়লা ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা।এবার সেই সূত্রেই ৬ কয়লা ব্যবসায়ীকে নিজাম প্যালেসে হাজির হতে বলে নোটিশ পাঠাল সিবিআই। ব্যবসা সংক্রান্ত বিস্তারিত নথিপত্র নিয়ে তাদের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ গাঁজা সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ

প্রসঙ্গত, ওই তল্লাশির সময় জানা গিয়েছিল, গরু পাচারকারী মাফিয়া এনামুল হকের সঙ্গে কয়লা মাফিয়া লালার যোগসূত্র। গরু পাচারকারীদের সঙ্গে যোগসাজশ করে উত্তরবঙ্গে কয়লা পাচারের সূত্র খুঁজে পেয়েছিল সিবিআই। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দু’দিনের রাজ্য সফর চলাকালীন আসানসোল শিল্পাঞ্চলের বেশ কয়েকজন কয়লা ব্যবসায়ীর বাড়ি এবং কার্যালয় অভিযান চালায় আয়কর দফতর।

প্রথম দফায় বেনিয়াপুকুরে এনামুল হকের বাড়িতে তল্লাশি চালানোর পর আসানসোলের কয়লা ব্যবসায়ীদের অফিসে তল্লাশি চালিয়ে যেসব নথি উদ্ধার করেন আয়কর দফতরের আধিকারিকরা, তাতেই লালা-এনামুল যোগ স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে দাবি সিবিআই আধিকারিকদের।

আরও পড়ুনঃ জামিন নিয়েই কালীঘাট প্রাইভেট লিমিটেড’কে পরাজিত করার হুংকার সায়ন্তনের গলায়

জানা গিয়েছে, লালা উত্তরবঙ্গে কয়লা পাচারের জন্য এনামুলের গাড়ি ব্যবহার করত, প্রচুর টাকার লেনদেন ছিল উভয়ের মধ্যে। আর লালার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আরও ৬ ব্যবসায়ীর। সেই কারণেই ব্যবসার নথিপত্র-সহ জিজ্ঞাসাবাদের জন্য তাদের নোটিশ পাঠানো হয়েছে। তাদেরকে জেরা করে ওই কয়লা মাফিয়া এবং তার সঙ্গে গরু পাচারকারী এনামুল হকের যোগসূত্রের আরও স্পষ্ট প্রমাণ পাওয়া যায় বলে দাবি সিবিআই গোয়েন্দাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here