নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
তদন্তে অতিবাহিত হয়ে গেল পাঁচ মাস, এবার তো সিবিআই বলুক, সুশান্ত সিং রাজপুত খুন হয়েছিলেন না আত্মহত্যা করেছিলেন! রবিবার এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বলেন, এতদিন হয়ে গেল এবার অন্তত তাঁদের তদন্ত নিয়ে মুখ খুলুক সিবিআই।

রবিবার নাগপুরে একটি সাংবাদিক সম্মেলন করে দেশমুখ বলেন, “পাঁচ মাসের বেশি সময় হয়ে গেল। সিবিআই সুশান্তের মৃত্যু তদন্তের ফলাফল সম্পর্কে কিছুই জানায়নি সিবিআই। আমি সিবিআইকে আবেদন করছি, এবার অন্তত তারা খোলসা করুক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু খুন না আত্মহত্যা।”
আরও পড়ুনঃ আজ দিল্লিতে অমিত শাহের অনুষ্ঠানে থাকবেন সৌরভ
গত ১৪ জুন মুম্বই পুলিশ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রাথমিক তদন্ত রিপোর্টে জানিয়েছিল সুশান্ত আত্মহত্যা করেছেন। এরপর গত আগস্টে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের দাবি, সাধারণ মানুষ তাঁর কাছে জানতে চাইছেন সিবিআই তদন্তে কী বের হল? তাঁর কথায়, “মহারাষ্ট্রের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিবিআই রিপোর্টের জন্য। মানুষ আমার কাছে তদন্ত নিয়ে জানতে চাইছে। এবার সিবিআই অন্তত তাঁদের তদন্ত নিয়ে মুখ খুলুক।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584