শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
শুক্রবারই দিল্লি থেকে গরুপাচার চক্রের কিংপিন এনামূল হককে গ্রেফতার করেছেন সিবিআই গোয়েন্দারা। এবার তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের তিন জেলায় তেড়েফুঁড়ে তদন্তে নামলেন সিবিআই গোয়েন্দারা।
ইতিমধ্যেই দিল্লি থেকে সিবিআই আধিকারিকদের একটি দল পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের ৩ জেলায় তল্লাশি শুরু করল সিবিআইয়ের ওই বিশেষ দল।
আরও পড়ুনঃ গরুপাচার-কাণ্ডে দিল্লিতে সিবিআইয়ের হাতে ফের গ্রেফতার কিংপিন এনামুল হক
সিবিআইয়ের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বসিরহাট, মালদা ও মুর্শিদাবাদের মত ৩ জেলা থেকেই মূলত গরু পাচারের কারবার সবচেয়ে বেশি হয়। আর এই গরু পাচারে সক্রিয় মদত রয়েছে খোদ বিএসএফ আধিকারিকদেরই। সূত্রে খবর, এই ৩ জেলাতেই পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ শুরু করেছেন একাধিক অফিসারদের।
আরও পড়ুনঃ জলঙ্গিতে রাজ্য-কেন্দ্র সরকারের বিরুদ্ধে মিছিল ব্লক কংগ্রেসের
জানা গিয়েছে, বিএসএফ বা কাস্টমসের ধরা গরুগুলিকে প্রথমে কেনা হত। তারপর সেগুলিকে ৭ গুণ বেশি দামে পাচার করা হয়েছে। বেআইনি সিন্ডিকেট স্ট্যাম্প লাগিয়ে সেই গরুগুলিকে পাচার করা হয়েছে। দিল্লিতেও কলকাতার এক ব্যবসায়ীকে নজরবন্দি করে রেখেছে সিবিআই। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584