গণধর্ষণের পরে হত্যা- হাথরাস কান্ডে চার অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

0
89

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গণধর্ষণের পরে হত্যা করা হয়েছে হাথরাসের দলিত তরুণীকে, চার অভিযুক্তের বিরুদ্ধে শুক্রবার চার্জশিট জমা দিল সিবিআই।

অভিযুক্ত কুশ, সন্দীপ, রামু ও রবির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৭৬ এ, ৩৭৬ ডি এবং ৩০২ ধারায় ও তফশিলি জাতি/উপজাতি আইনে এফআইআর দায়ের করা হয়েছে।

protesting | newsfront.co

গত ১৪ সেপ্টেম্বর হাথরাসে দলিত যুবতীকে ধর্ষণ করে উচ্চ বর্ণের চার যুবক, ২৯ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসারত তরুণীর মৃত্যু হয়। ৩০ সেপ্টেম্বর গভীর রাতে মৃতার পরিবারের অমতে তাঁর বাড়ির কাছেই দেহ দাহ করে পুলিশ। তরুণীর পরিবারের অভিযোগ, পুলিশের জোরাজুরিতেই তাঁদের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করতে হয়। এই অভিযোগ অস্বীকার করে পুলিশের দাবি, ‘পরিবারের ইচ্ছা মেনেই’ শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ নওয়াজের মাতৃবিয়োগে শোকপ্রকাশ করে চিঠি মোদীর, কূটনৈতিক মহলে জল্পনা

এই ঘটনা সামনে আসার পর দলিত যুবতীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় এবং পুলিশের অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঢেউ ওঠে।উত্তর প্রদেশ সরকার চাপে পড়ে সিবিআই-এর হাতে গত অক্টোবর মাসে তদন্তের ভার দেয়।

তদন্তে নেমে ঘটনায় চার অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখে সিবিআই, গান্ধীনগরের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষাও করা হয়। পাশাপাশি জহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যে চিকিসৎসকরা ওই তরুণীর চিকিৎসা করেছিলেন তাঁদের সঙ্গেও কথা বলেন সিবিআই এর গোয়েন্দারা। সবদিক খতিয়ে দেখে আজ বিচার বিভাগীয় হেফাজতে থাকা চার অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here