সারদাকাণ্ডে রাজীব কুমারকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন সিবিআইয়ের

0
62

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বিধানসভা ভোটের আগে ফের সারদাকাণ্ডে সক্রিয়ভাবে তদন্ত শুরু করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সেই কারণে এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করল সিবিআই।

rajiv kumar | newsfront.co
রাজীব কুমার। ফাইল চিত্র

প্রসঙ্গত এর আগে রাজীব কুমার কে হেফাজতে নেয়ার চেষ্টা করা হলেও তা আদালতে হস্তক্ষেপে সম্ভব হয়নি এবং পরবর্তীকালে রাজীব কুমারকে শিলংয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরও তাকে ফের হেফাজতে নেয়ার চেষ্টা করা হলে কিছুদিন আত্মগোপন করে থাকার পর আদালতে আগাম জামিন নিয়ে নেন তিনি।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষা সূচী ঘোষণা, শুরু হচ্ছে ১ জুন থেকে

সিবিআই আধিকারিকরা প্রথম থেকেই দাবি করেছেন, সারদাকাণ্ডে প্রথম তদন্ত শুরু হওয়ার সময় যে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠিত হয়েছিল, তার পুরোভাগে ছিলেন রাজীব কুমার সহ আরো অন্যান্য আইপিএসরা। সিবিআই এই ঘটনার তদন্তভার নিলে সমস্ত তথ্য হস্তান্তর করা হয়নি।

বেশ কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে। সেই সমস্ত বিষয় বারবার করে রাজীব কুমার জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি সরাসরি উত্তর দেননি। এদিকে আদালতে আবেদনের ভিত্তিতে তিনি আগাম জামিনে রয়েছেন। সেই কারণে তাকে হেফাজতে নেয়া সম্ভব নয় সিবিআই এর পক্ষে। জানা গিয়েছে, হেফাজতে চেয়ে আবেদন জানানোর পাশাপাশি রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার আরও একটি মামলাও শুরু করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী।

আরও পড়ুনঃ উচ্চ-মাধ্যমিকের সময়সূচি বদল, বিশেষ আর্জি শিক্ষামন্ত্রীর

সিবিআইয়ের অভিযোগ, সারদা কেলেঙ্কারিতে কার কার যোগ রয়েছে বা কোন কোন প্রভাবশালী সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে আর্থিক সুবিধা-সহ অন্য সুবিধা নিয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে রাজীব কুমারের কাছে।

কিন্তু কোন অজ্ঞাত কারণে রাজীব কুমার তদন্তে সহযোগিতা করতে চাইছেন না। তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করলে সম্পূর্ণ তথ্য বার করা কখনই সম্ভব নয়। সেই কারণেই তাকে হেফাজতে চেয়ে আবেদন করেছেন সিবিআইয়ের আইনজীবী। যদি এই বিষয়ে এখনও সিদ্ধান্ত দেয়নি সুপ্রিম কোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here