ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছির অভিজিৎ সরকার হত্যা মামলায় ২০ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআই-এর

0
48

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনায় কাঁকুড়গাছির অভিজিৎ সরকারকে হত্যার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার চার্জশিট জমা দিল সিবিআই। গত সোমবার শিয়ালদা আদালতে অভিজিতের মায়ের গোপন জবানবন্দী নেওয়া হয় এরপর আজ ২০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা করল সিবিআই। চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে খুন, লুঠপাটের ধারায় মামলা রুজু হয়েছে এমনটাই জানা গিয়েছে।

CBI

সম্প্রতি অভিজিৎ সরকারের মোবাইল ফোনটি সিবিআই দফতরে নিয়ে গিয়েছিলেন তাঁর দাদা বিশ্বজিৎ। সূত্রের খবর, মোবাইল ফোনে অভিজিতের মৃত্য়ুর আগের মুহূর্তের বেশ কিছু ভিডিয়ো রয়েছে। সেগুলি তদন্তকারীদের কাজে লাগতে পারে বলে মনে করছেন বিশ্বজিৎ। সেই ভিডিয়ো নিয়েই সিবিআই দফতরে হাজির হন তিনি। গলায় তার পেঁচানো অবস্থায় উদ্ধার হয়েছিল অভিজিৎ সরকারের মৃতদেহ। তাঁর পরিবার প্রথম থেকেই দাবি তোলে, বিজেপি করার অপরাধে অভিজিৎকে খুন করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিজিতের পরিবার।

আরও পড়ুনঃ ভবানীপুরে ভুয়ো ভোটার ঘিরে উত্তেজনা, বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে

হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত ভার নেওয়ার পর থেকেই এই ঘটনায় একাধিকবার অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। চলতি মাসের ৫ তারিখে অভিজিতের বাড়িতে গিয়ে অভিজিতের মায়ের বয়ান রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা, জানা গিয়েছে সূত্র মারফৎ। তদন্তের স্বার্থে দীর্ঘ কয়েকমাস মর্গে রাখা ছিল অভিজিতের দেহ, ১৩৬ দিন পর সৎকারের অনুমতি পায় পরিবার। ডিএনএ রিপোর্টে দেখে ভাইয়ের শ্রাদ্ধের ব্যবস্থা করেছেন দাদা। চলতি মাসেই তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here