নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গরু পাচারকাণ্ডে এবার দেবের ছবির প্রযোজক পিন্টু মণ্ডলকে তলব করলো সিবিআই। শুক্রবারই নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। এর আগেই মঙ্গলবার অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে জেরা করে সিবিআই।
গরু পাচার কান্ডে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে নগদ টাকা ও দামী ঘড়ি নিয়েছিলেন বলে অভিযোগ দেবের বিরুদ্ধে। যদিও অভিনেতার দাবী তিনি এনামুলকে আদৌ চেনেন না। তবে তার পরেই টলিউডের প্রযোজকের ডাক পড়ায় ওয়াকিবহাল মহলের ধারণা গরু পাচারের টাকা টলিউডে বিনিয়োগ করা হয়েছে কিনা সেবিষয়ে নিশ্চিত হতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
পিন্টু মণ্ডলকে শুক্রবারই নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এনামুল হককে জিজ্ঞাসাবাদ করেই পিন্টু মণ্ডলের নাম জানা যায়। তলবের সঠিক কারণ না জানলেও অনেকেরই অনুমান, আর্থিক লেনদেনের বিষয়ে জানতে টলিউডের এই প্রযোজককে জেরা করতে চায় সিবিআই।
আরও পড়ুনঃ “নিজের বাড়িতে নিরাপদ নন তাই সেখানে হিজাব পরুন”, বিতর্কিত মন্তব্য ভোপালের সাংসদ প্রজ্ঞার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584