Post Poll Violence: নন্দীগ্রামে মমতার মুখ্য নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে তলব সিবিআই-এর

0
58

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভোট পরবর্তী হিংসার ঘটনায় নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে তলব করল সিবিআই। ভোটের ফল ঘোষণার পরে নন্দীগ্রামের বেশ কিছু এলাকায় বিজেপি কর্মীরা তৃনমূলের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। দেবব্রত মাইতি নামে চিল্লোগ্রামের এক বিজেপি সমর্থক এই ঘটনায় খুন হয়েছেন বলেও অভিযোগ। এই দেবব্রত মাইতির মৃত্যুর ঘটনায় শেখ সুফিয়ানের নাম জড়ায়, জিজ্ঞাসাবাদের জন্য শেখ সুফিয়ানকে বৃহস্পতিবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই

CBI called Sufiyan

নন্দীগ্রামের বাসিন্দা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি, প্রলয় পালের অভিযোগ, ভোটের পর দিন দেবব্রত মাইতির বাড়ি গিয়ে তাঁকে মারধোর করে তৃণমূলের গুণ্ডারা। গুরুতর আহত অবস্থায় দেবব্রতকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তার দু’দিন পরে মৃত্যু হয় দেবব্রতর। কিন্তু তখন নন্দীগ্রাম থানায় অভিযোগ জানাতে পারেননি তাঁরা।

আরও পড়ুনঃ ভবানীপুরে প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় তিন কৃষি আইন বাতিলের দাবি তুললেন মমতা

প্রলয়ের দাবি, সে সময় তৃণমূলের লোকেরা চারদিক ঘিরে রেখেছিল এবং নিষ্ক্রিয় ছিল পুলিশও। পরে মানবাধিকার কমিশনের আধিকারিকরা নন্দীগ্রামে গেলে তাঁদের কাছে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে সেখ সুফিয়ান-সহ নন্দীগ্রামের বেশ কিছু তৃণমূল নেতার নাম রয়েছে বলে জানান প্রলয়।

আরও পড়ুনঃ ডা. কাফিল খানের দ্বিতীয় সাসপেনশন নির্দেশে স্থগিতাদেশ এলাহাবাদ হাইকোর্টের

এই ঘটনার তদন্তেই শেখ সুফিয়ানকে ডেকে পাঠিয়েছে সিবিআই। শেখ সুফিয়ান সিবিআই তলবের কথা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার হলদিয়া বন্দর সংলগ্ন সরকারি গেষ্ট হাউসে তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া দিয়েছে সিবিআই। তবে ওই ঘটনায় তাঁর যোগ নেই বলেই জানিয়েছেন সুফিয়ান। সুফিয়ান এও জানান, সিবিআই-এর নোটিস অগ্রাহ্য করবেন না, ওইদিন যথা সময়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সামনে হাজিরা দেবেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here