নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নারদ কাণ্ডে এবার নিজাম প্যালেসে পৌঁছলেন রত্না চট্টোপাধ্যায়। এদিকে আজ সকালেই কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতার করেছে সিবিআই। চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের বচসাও বাঁধে।

নারদকাণ্ডে ফিরহাদ-সহ প্রাক্তন মন্ত্রী শোভন, তৃণমূল বিধায়ক মদন, পঞ্চায়েতমন্ত্রী সুব্রতকেও নিজাম প্যালেসে আনা হয়েছে। এর কিছুক্ষণ পরেই তলব করা হয় বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে। তিনি জানান, ‘‘আমি জানি না, কেন আমাকে ডেকে পাঠানো হয়েছে।’’
আরও পড়ুনঃ নারদ কাণ্ডে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করল সিবিআই
ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘আমাকে গ্রেফতার করা হয়েছে, বিনা নোটিশে আমাকে গ্রেফতার করা হল। আদালতে দেখে নেব।’
উল্লেখ্য, কয়েকদিন আগেই নারদ কাণ্ডে চার্জশিট গঠনের অনুমতি দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের অনুমতির পরেই সিবিআই -এর এই পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584