ওয়েবডেস্কঃ
সিবিআই বনাম কলকাতা পুলিশের লড়াই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে।এই নিয়ে আজ ভোর পর্যন্ত দফায় দফায় বৈঠক করেন সিবিআই কর্মকর্তারা।
গতকালই অনেকটা স্পষ্ট হয়ে হয়ে যায় যে গতকালের ঘটনা ও চিটফান্ড কান্ডে বার বার বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই। যেখানে গতকালের ফুটেজ সহ নথিপত্র ও তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে যাবে সিবিআই, সেখানে রাজ্য সরকারের হয়ে উপস্থিত থাকার কথা অভিষেক মনু সিংভির।
প্রসঙ্গত উল্লেখ্য যে গতকাল কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে গিয়ে রাজ্য পুলিশের কাছে বাধাপ্রাপ্ত ও আটক হয় সিবিআই আধিকারিকরা ।
চিটফান্ড কাণ্ডের তদন্তের জন্য রাজ্য সরকার কর্তৃক যে বিশেষ তদন্তকারী দল(সিট) গঠন করা হয়েছিল সেই দলের মুখ্য দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের বর্তমান পুলিশ কমিশনার রাজীব কুমার। সিবিআইয়ের অভিযোগ পুলিশ কমিশনার রাজীব কুমার চিটফান্ড তদন্ত সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে ফেলেছেন।
রবিবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি দল পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে আসতেই রাজ্য পুলিশ তাদেরকে বাধা দেয় ।শুরু হয় ধস্তাধস্তি, রাজ্য পুলিশ বনাম সিবিআই । পরিস্থিতি চরমে পৌঁছালে অভিযোগ ওঠে রাজ্য পুলিশের কর্তব্যরত পুলিশ সিবিআই অফিসারদের থানায় আটক রাখে । পরে রাজীব কুমারের পাশে দাঁড়াতে তড়িঘড়ি তার বাস ভবনে পৌঁছান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনা নাটকীয় মোড় নেয় যখন সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলায় ধর্নায় বসে তৃণমূল।সেই ধর্নায় যোগ দেন খোদ রাজীব কুমার। সব মিলিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। এখন অপেক্ষা সুপ্রিম লড়াইয়ের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584