নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মেট্রো ডেয়ারির শেয়ার খুবই অল্প দরে বিক্রি করে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থাকে, এই নিয়ে ২০১৮ সালে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান, ওই সংস্থাকে ৪৭ শতাংশ শেয়ার বিক্রি করা হয়েছে। যেখানে গ্রামগঞ্জে দুগ্ধ চাষীদের অবস্থা খুবই খারাপ, সেখানে এইভাবে রাজ্য সরকার বেসরকারি হাতে একটি লাভজনক সংস্থাকে বিক্রি করে দিচ্ছে।
এবার সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে তৈরি সিবিআই। কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ‘আদালতের নির্দেশ পেলেই মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির মামলায় তদন্ত করতে প্রস্তুত তারা’।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, রাজ্য সরকারের ওই শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে সিঙ্গাপুরের একটি সংস্থা কেভেন্টার্সকে। যার জেরে রাজ্যের ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকা। আর এরপরই তদন্তে নেমে ইডি। নোটিশ পাঠানো হয়েছিল তিন আমলা সহ তৎকালীন অর্থসচিব হরকৃষ্ণ দ্বিবেদিকেও।
আরও পড়ুনঃ ১৯ ডিসেম্বরেই কলকাতা ও হাওড়ায় পুরভোট, রাজ্যের প্রস্তাবে সায় কমিশনের
আজ সেই মামলায় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সমস্ত পক্ষকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চূড়ান্ত শুনানি আগামী ১৬ ডিসেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584