সুপ্রিম কোর্টের নির্দেশ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে সিবিআই

0
29

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মৃত্যুর মাস দুয়েক পর অবশেষে সুশান্তের মৃত্যু রহস্য উন্মোচনের জন্য সিবিআই তদন্তের দাবিতে সিলমোহর বসালো শীর্ষ আদালত। এযাবৎকাল অভিনেতার মৃত্যু নিয়ে বিহার কিংবা মহারাষ্ট্র পুলিশের মধ্যে কম তরজা হয়নি।

Sushant Singh rajput | newsfront.co
সুশান্ত সিং রাজপুত, ফাইল চিত্র

তবে এবার সুপ্রিম কোর্ট বুধবার সকালে সাফ জানিয়ে দিল কোনও রাজ্য পুলিশ নয়, একমাত্র সিবিআইয়ের তরফেই সুশান্তের মৃত্যুর তদন্ত করা হবে। অতঃপর এতদিন বাদে অনুরাগীদের মনোবাঞ্ছা যে পূরণ হল, তা বলাই যায়।

এদিকে, শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে নিজেদের জয় দেখছে বিহার সরকার। বিহারের উপ-রাষ্ট্রপতি সুশীল কুমার মোদী টুইটে লেখেন, “আমরা বিহারে যে এফআইআর করেছিলাম, সেটাকে মান্যতা দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা এই পর্যবেক্ষণকে স্বাগত জানাই। আমরা ঠিক ছিলাম, সেটাই প্রমাণ হলো।”

আরও পড়ুনঃ লড়াই করার জন্য কংগ্রেসের সভাপতি হওয়ার প্রয়োজন নেইঃ রাহুল গান্ধী

বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে বলেছেন, “সুপ্রিম কোর্টের রায়ে আমি খুব খুশি। এই রায়ে বিচারব্যবস্থার পর মানুষের আস্থা আরও জোরালো হল।” রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব টুইট করে স্বাগত জানান শীর্ষ আদালতের এই রায়কে। স্বাগত জানিয়েছেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ানও।

আরও পড়ুনঃ করোনা মুক্ত সিপিআইএম নেতা মহম্মদ সেলিম

এদিকে, বুধবার সুপ্রিম কোর্টের রায় বলছে, “বিহার সরকারের সিবিআই তদন্তের সুপারিশ করার এক্তিয়ার আছে। আর সেই সুপারিশ মানতে বাধ্য মহারাষ্ট্র সরকার।” এদিন ৩৫ পাতার রায়ে মুম্বই পুলিশকে সব তথ্য সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুশান্ত-কাণ্ডে সিবিআই তদন্তে সায় দিল সুপ্রিম কোর্ট।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য তদন্তের ভার। এই দাবি তুলেই নেটদুনিয়াজুড়ে সরব হয়েছিলেন সুশান্ত-অনুগামীরা। দেশের আন্দোলন গড়িয়েছিল বিদেশ অবধি। তবে, সোশ্যাল মিডিয়ার সেই প্রতিবাদে চিঁড়ে ভেজেনি! বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের কাছে সুপারিশ জানিয়েছিলেন অভিনেতার মৃত্যুর তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য। বুধবার ১৯ আগস্ট, অভিনেতার মৃত্যুর ঠিক ২ মাস ৫ দিনের মাথায় সফল হল সেই আন্দোলন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here