সুশান্তের মৃত্যুর তদন্তভার নিল সিবিআই

0
76

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সবে একমাস হল আত্মঘাতী হয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সেই মৃত্যুর ঘিরে রহস্য দানা বেঁধেছিল। এবার অভিনেতার মৃত্যুরহস্য উদঘাটন করতে আসরে নামবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই দপ্তরে চিঠি পাঠালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুম্বই পুলিশের তদন্তে সন্তুষ্ট নন।

Sushant Singh Rajput | newsfront.co
ফাইল চিত্র

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য তদন্তের ভার। এই দাবি তুলেই নেটদুনিয়াজুড়ে সরব হয়েছেন সুশান্ত-অনুগামীরা। তবে, সোশ্যাল মিডিয়ার সেই প্রতিবাদ কোনো কাজে দেয়নি। তাই এবার সোজাসুজি প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপের জন্য আন্দোলন শুরু করেছেন নেটিজেনরা।

অভিনেতার মৃত্যুর তদন্তের ভার যতদিন না সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে, ততদিন তাঁদের আন্দোলন বন্ধ হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন সুশান্ত অনুরাগীদের একাংশ। আজ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর একমাস একদিন পরে অবশেষে সেই আন্দোলন সফল হওয়ার পথে।

আরও পড়ুনঃ কম খরচে করোনা পরীক্ষায় নয়া কিট আনল আইআইটি দিল্লি

ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআইকে চিঠি পাঠিয়েছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত খতিয়ে দেখার বিষয়ে। সিবিআই যাতে এই ঘটনার তদন্ত করে সেই বিষয়টি খতিয়ে দেখতেই এবার আইনজীবী নিয়োগ করলেন সুব্রহ্মণ্যম। তাই এবার সুশান্ত অনুরাগীদের মনোবাঞ্ছা পূরণের সময় এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here