নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচী। কবে কোন বিষয়ের পরীক্ষা, ওইদিন তা ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সিবিএসই বোর্ডের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকের পর একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।
করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই পিছিয়ে গিয়েছে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। মন্ত্রক সূত্রে খবর, এবার সিবিএসই বোর্ডের পরীক্ষা শুরু হবে ৪ মে। চলবে ১০ জুন পর্যন্ত। ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হবে। তবে দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হবে ১ মার্চ থেকে।
আরও পড়ুনঃ সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর, প্রতিবাদে সরব মমতা, এডিটর্স গিল্ড
অনলাইন নয়, এবার অফলাইনেই হবে এই পরীক্ষা। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়াদের সুবিধার্থে সিবিএসই পাঠ্যক্রমও ৩০ শতাংশ কমিয়ে দিয়েছে। তাই করোনা পরিস্থিতি চললেও ছাত্রছাত্রীদের পড়া তৈরি করতে কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছে মন্ত্রক।
উল্লেখ্য, সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মধ্যেই দশম ও দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ডের পরীক্ষা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584