নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর ফল দেখা যাবে ডিজিলকারে (DigiLocker)। পাশাপাশি পরীক্ষার্থীরা নিজেদের DigiLocker অ্যাকাউন্ট থেকে মার্কশিট, সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট এবং স্কিল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

এবার দেখা যাক কিভাবে তৈরি করতে হবে নিজের DigiLocker অ্যাকাউন্ট:
সর্ব প্রথম খেয়াল রাখতে হবে, অ্যাকাউন্ট-টি তৈরি করার সময় পরীক্ষার্থী যেন নিজের আধার কার্ড বা তার প্রতিলিপি সঙ্গে রাখেন।
১) প্রথমে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে https://accounts.digitallocker.gov.in/signup/smart_v2/
২) এরপর দিতে হবে নাম। এখানে মনে রাখতে হবে আধার কার্ডে নামের যে বানান রয়েছে ঠিক সেই বানানই লিখতে হবে।
৩) এবার আধার কার্ড অনুযায়ী নিজের জন্মতারিখ দিতে হবে।
৪) উল্লেখ করতে হবে নিজের লিঙ্গ।
৫) এরপর নিজের মোবাইল নম্বর দিতে হবে।
৬)এরপর আপনার ছয় ডিজিটের সিকিউরিটি পিন দিতে হবে।
৭) এবার লিখতে হবে নিজের ইমেল আইডি।
৮) আধার কার্ডের নম্বর দিতে হবে।
৯) আর যা প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হবে দিতে হবে সেগুলি।
১০) একটি ইউজারনেম দিতে হবে।
এবার এই ডিজিলকার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ফল দেখা থেকে শুরু করে মাইগ্রেশন সার্টিফিকেট ও ফল সংক্রান্ত অন্যান্য কাজে।
আরও পড়ুনঃ জন্মবার্ষিকীতে ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে গুগলের বিশেষ সম্মান
সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ফল প্রকাশিত হবে। এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in থেকে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। ডিজিলকার ছাড়া এই ওয়েবসাইটগুলির মাধ্যমেও ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুনঃ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল কমিশন
সিবিএসই দশম শ্রেণীর মূল্যায়ন পদ্ধতি :
অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে যাতে পড়ুয়াদের অযথা বেশি নম্বর দেওয়া না হয় সেজন্য ইউনিট টেস্ট, প্রি-বোর্ড পরীক্ষা এবং হাফ-ইয়ার্লি পরীক্ষার ভিত্তিতে নম্বর দেওয়া হবে। এক্ষেত্রে গত তিন শিক্ষাবর্ষে (২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০) সংশ্লিষ্ট স্কুলের সেরা ফলের নিরিখে বিষয়ভিত্তিক গড় সর্বাধিক দু’নম্বরের হেরফের হতে পারে।
সিবিএসই দ্বাদশ শ্রেণীর মূল্যায়ন পদ্ধতি :
কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, এই বছরের দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ফল নিয়ে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে ৩০ শতাংশ ধরা হবে দশম শ্রেণির, একাদশ শ্রেণীর নম্বর ধরা হবে ৩০ শতাংশ। আর বাকি ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584