নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মঙ্গলবার ৩ আগস্ট ফল প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণীর। বেলা ১২ টা নাগাদ ফল প্রকাশ করে সেন্ট্রাল বোর্ড জানিয়েছে এবারের সিবিএসই দশমে পাসের হার ৯৯.০৪ শতাংশ। দেশের মধ্যে কেরলের তিরুবন্তপুরমের ফল সবচেয়ে ভাল। তিরুবন্তপুরমে পাসের হার ৯৯.৯৯ শতাংশ। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লক্ষ ১৩ হাজার ৭৬৭, এর মধ্যে ১৬হাজার ৬৩৯ জন পরীক্ষার্থীর ফল এখনো প্রকাশ করা যায়নি। বোর্ডের তরফে জানানো হয়েছে দ্রুত প্রকাশ করা হবে এই পরীক্ষার্থীদের ফল।
সিবিএসই জানিয়েছে, ছেলেদের তুলনায় এই বছর মেয়েদের ফল ভালো হয়েছে। মেয়েদের পাশের হার ৯৯.২৪ শতাংশ, ছেলেদের পাশের হার ৯৯.৮৯ শতাংশ। রূপান্তরকামী পড়ুয়াদের ১০০ শতাংশই পাশ করেছে।
এ বছর অকৃতকার্য পড়ুয়াদের মার্কশিটে অনুত্তীর্ণ বা ‘ফেল’ শব্দের পরিবর্তে উল্লেখ করা হয়েছে পুনরায় পরীক্ষা অপরিহার্য’। করোনা পরিস্থিতিতে এ বছর পরীক্ষা বাতিল হয়ে যায়। ইউনিট টেস্ট এবং আগের বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৮০ শতাংশ এবং প্র্যাক্টিক্যাল ও প্রজেক্টের ২০ শতাংশ মিলিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে।
আরও পড়ুনঃ ৯৯.৬% নম্বর পেয়ে বিহারে আইসিএসই পরীক্ষায় প্রথম জোহা হায়দার
সিবিএসই র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং cbse.gov.in থেকে জানা যাবে ফল। এছাড়াও digilocker.gov.in, UMANG app, DigiLocker app এবং IVRS পদ্ধতিতে টেলিফোনের মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584