নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আগেই বোর্ডকে পরীক্ষা সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ সিবিএসই বোর্ডের তরফে সেই সংক্রান্ত হলফনামা জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। হলফনামায় উল্লেখ করা হয়েছে, ৩১ শে জুলাইয়ের মধ্যেই সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হবে। দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফলের ওপর ভিত্তি করেই দেওয়া হবে নম্বর।
হলফনামায় জানানো হয়েছে, বেস্ট অফ ফাইভের মধ্যে তিনটি বিষয়ের নম্বরের ওপর ভিত্তি করে তৈরি হবে রেজাল্ট। ছাত্র বা ছাত্রী যে ৩ বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে, সেই তিনটিকেই বেছে নেওয়া হবে। ওই ৩টি বিষয় থেকে দশম শ্রেণির ৩০ শতাংশ, একাদশ শ্রেণির ৩০ শতাংশ ও দ্বাদশ শ্রেণির ৪০ শতাংশ নম্বর যুক্ত করে ফলপ্রকাশ করা হবে।
আরও পড়ুনঃ ভ্যাকসিনের দুটি ডোজের পরেও দরকার হতে পারে বুস্টারের, জানালেন এইমস অধ্যাপক
আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল সুপ্রিম কোর্টে জানিয়েছেন, যেহেতু দশম ও একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছিল, তাই সেই পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে মূল্যায়ন হবে। আর দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ১০০ নম্বরের প্র্যাকটিক্যাল হবে। প্রাকটিক্যাল পরীক্ষার নম্বরের ওপর ভিত্তিতে হবে মূল্যায়ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584