নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফল প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণীর। পাশের হার ৯৯.৩৭ শতাংশ। দিল্লির পরীক্ষার্থীদের পাশের হার ৯৯.৮৪ শতাংশ যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। ফল দেখা যাবে সিবিএসই-র সরকারি ওয়েবসাইটে এবং ডিজিলকার প্ল্যাটফর্মে। এছাড়া এসএমএস ও আইভিআরএস ব্যবস্থার মাধ্যমে জানা যাবে ফল।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় কারণে এই বছর বাতিল করা হয় সিবিএসই দ্বাদশ ও দশম শ্রেণীর পরীক্ষা। সিবিএসই বোর্ড নির্দেশিত গাইডলাইন মেনে স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠায় বোর্ডে, সেই অনুযায়ীই প্রকাশ করা হলো দ্বাদশ শ্রেণীর ফল।
আরও পড়ুনঃ মাধ্যমিকে ১০০ শতাংশ পাস, একাদশ শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা বৃদ্ধি শিক্ষা সংসদের
সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষাও বাতিল হয়ে গিয়েছিল এবছর। একই ভাবে বোর্ডের নির্দেশিত গাইডলাইন মেনে নম্বর দেওয়া হয়েছে দশম শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রেও। তবে এখনো দশম শ্রেণীর ফল ঘোষণার তারিখ জানানো হয়নি সিবিএসই বোর্ডের তরফে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584