মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
এখনও জমা পড়েনি দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত রিপোর্ট। এই রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা ছিল ২২ জুলাই। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণেই আরও তিন দিন মেয়াদ বাড়াল সিবিএসই। আগামী ২৫ জুলাই বিকেল পাঁচটার মধ্যে সব স্কুলগুলিকে নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে সব স্কুলের প্রধান শিক্ষকদের ২৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২৫ জুলাই বিকেল ৫ টার মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। স্কুলগুলি এবং শিক্ষকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে সিবিএসইকে।
দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের চূড়ান্ত পরিসংখ্যান জমা দেওয়ার সময় যত এগিয়ে আসছে, তত শিক্ষকদের উপর চাপ বাড়ছে। শেষ মুহূর্তে যাতে হুড়োহুড়ি না হয় সেজন্য আগেভাগেই তথ্য জমা দেওয়া ভালো বলে জানিয়েছে সিবিআই। আরও জানানো হয়েছে যে, কোনও স্কুলের যদি চূড়ান্ত রিপোর্ট জমা না পরে, তাহলে সেই স্কুলগুলির পড়ুয়াদের রেজাল্ট পৃথকভাবে ঘোষণা করা হবে।
আরও পড়ুনঃ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের উত্তরপত্র প্রকাশ
করোনা আবহে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করেছে সিবিএসই। বিকল্প মূল্যায়ন প্রক্রিয়ায় পড়ুয়াদের নম্বর দেওয়া হবে। দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির অ্যাসাইনমেন্টের এবং প্র্যাক্টিকাল পরীক্ষার ফলাফল নিয়ে তৈরি হচ্ছে রেজাল্ট।
আরও পড়ুনঃ মাধ্যমিকে ন্যূনতম কত নম্বরে কোন কোন বিষয় নিয়ে পড়তে পারবে পড়ুয়ারা?
দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত ফল প্রকাশিত হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ। এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in-এই দুটি ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পাবেন পড়ুয়ারা। কেন্দ্রীয় বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, দশম শ্রেণির ৩০ শতাংশ নম্বর, একাদশ শ্রেণির ৩০ শতাংশ নম্বর এবং বাকি দ্বাদশ শ্রেণি ৪০ শতাংশ নম্বর ধরা হবে রেজাল্ট তৈরির জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584