ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
গত ১৪ই এপ্রিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল যে, করোনা পরিস্থিতির ওপর বিচার করে স্থগিত রাখা হচ্ছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এবং বাতিল করা হল দশম শ্রেণীর পরীক্ষা। দশম শ্রেণীর ফল নির্ণয় করা হবে অবজেক্টিভ মানদণ্ডের ভিত্তিতে।
আজ পুনরায় সিবিএসই বোর্ড তরফে থেকে জানানো হয়, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা প্রকাশ করা হবে। একই কথা জানিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকও। মন্ত্রক জানিয়েছে, আগামী ২৫ তারিখ এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনঃ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ছবি তোলা বা ভিডিওগ্রাফিতে নিষেধাজ্ঞা জারি, কিন্তু কেন!
অপরদিকে, ১লা জুন থেকে মাধ্যমিক কোনোভাবেই সম্ভব নয়, জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না বাতিল করা হবে তা নিয়ে এখনও কিছু স্পষ্ট জানানো হয়নি। পর্ষদ তরফে জানানো হয়েছে, এ নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584