ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:-
সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বন্ধ করে দেয়ার পর উত্তাল দেশ । সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর অর্থনীতি ও দশম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
এখনও পর্যন্ত ২৫ জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনার পেছনে কোনও বড়সড় অপরাধ চক্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে আবার পরীক্ষা দিতে হবে শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। প্রশ্নফাঁস যেখানে শুধুমাত্র দিল্লিতে হয়েছে, সেখানে কেন গোটা দেশে আবার পরীক্ষা নেয়া হবে, সেই প্রশ্ন তাদের।এই নিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ অংশগ্রহণ করেন ছাত্র, শিক্ষক অভিভাবকগন।হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান করে নিজেদের বক্তব্য জানিয়েছে ছাত্রছাত্রীরা।
দ্বাদশ শ্রেণীর অর্থনীতি ও দশম শ্রেণীর গণিত পরীক্ষা আবার নেয়া হবে বলে জানিয়ে দেয় সিবিএসই।
প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দোষীরা কেউ ছাড় পাবে না বলেও জানিয়েছেন তিনি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। বিরোধীরাও এই ইস্যুকে অস্ত্র করে কেন্দ্র সরকারকে কোনঠাসা করতে নেমে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584