সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ

0
82

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হল। সোমবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র তরফে সমস্ত বিষয় তাদের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ উল্লেখ করা হয়েছে। সমস্ত করোনা বিধি মেনে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে সিবিএসই-র দশম শ্রেণির প্রথম টার্মের পরীক্ষা। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, ১ ডিসেম্বর থেকে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষা শুরু হবে। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

CBSE Exam

গতবছর করোনা ভাইরাসের প্রকোপে দেশজুড়ে অনেক পরীক্ষাই বাতিল করা হয়েছিল, আবার অনেক পরীক্ষা স্থগিতও রাখা হয়েছিল। তবে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবারও সেই পরীক্ষাগুলি সম্পন্ন করার ব্যবস্থা করছে নির্দিষ্ট বোর্ড। এবার পরীক্ষা হবে অফলাইনেই।

সিবিএসই-র তরফে জানানো হয়েছে যে, দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষা হবে নিজেদের স্কুলেই। অর্থাৎ, পরীক্ষার্থীদের আর প্রথম টার্মের পরীক্ষা দিতে অন্য স্কুলে যেতে হবে না। সেইজন্য পরীক্ষা শুরুর আগে স্কুলগুলি স্যানিটাইজ করে রাখা হবে বলেও জানা যায়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই বোর্ড।

আরও পড়ুনঃ ক্যুইজ জিতলেই রাম দর্শনের সুযোগ মিলবে

আগে পরীক্ষা শুরু হত সাড়ে ১০টায়। তবে এবার প্রায় ১ ঘন্টা দেরিতে শুরু হবে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষা। সাড়ে ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে সাড়ে ১১টায়। প্রশ্নপত্র পড়ার জন্য আগে ১৫ মিনিট সময় দেওয়া হত, এখন প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে ২০ মিনিট সময়। এই পরীক্ষায় সবই অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। মোট ৯০ মিনিট সময় থাকবে পরীক্ষা দেওয়ার জন্য। দুটি টার্মের শেষে দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আগামী বছর মার্চ-এপ্রিল মাস নাগাদ হবে দ্বিতীয় টার্মের পরীক্ষা। সিবিএসই-র তরফে এমনটাই জানালেন সন্বম ভরদ্বাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here