শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
চপার বিধ্বস্ত হয়ে দেশের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত নিহত হয়েছেন। যা ১৩০ কোটি জনগণের কাছে দুঃখজনক ও যন্ত্রণার। তাঁর স্ত্রী সহ চপারটির আরও ১১ আরোহীও নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তামিলনাড়ুতে এই দুর্ঘটনা ঘটে। চপারটিতে ১৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৫ জন ক্রু এবং বাকি ৯ জন যাত্রী। যাত্রীদের মধ্যে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মাধুলিকা রাওয়াত ছাড়া সেনা কমান্ডোরা ছিলেন।
দুপুর ১২টা ২০ মিনিটে তামিলনাড়ুর নীলগিরি হিলস এলাকায় চপারটি বিধ্বস্ত হয়। বেলা ২টার দিকে দেশের বিমানবাহিনী এই দুর্ঘটনার খবর জানায়। চপারের ১৪ আরোহীর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে কয়েক ঘণ্টা পর জানা যায়। তবে বিপিন রাওয়াতের অবস্থা সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা নাগাদ বিমান বাহিনীর পক্ষ থেকে বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কিছুক্ষণ পরে দেশের সমস্ত সংবাদমাধ্যম খবরটি প্রচারিত করেন।
With deep regret, it has now been ascertained that Gen Bipin Rawat, Mrs Madhulika Rawat and 11 other persons on board have died in the unfortunate accident.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
I am deeply anguished by the helicopter crash in Tamil Nadu in which we have lost Gen Bipin Rawat, his wife and other personnel of the Armed Forces. They served India with utmost diligence. My thoughts are with the bereaved families.
— Narendra Modi (@narendramodi) December 8, 2021
বিপিন রাওয়াতকে বহনকারী চপারটি তামিলনাড়ুর নিকটবর্তী সুলুরের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। তিনি রাজ্যের উরাহগামানরালামে অবস্থিত একটি ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে যাচ্ছিলেন। ভারতের সেনাবাহিনীর সাবেক প্রধান জে জে সিং বলেছেন, এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ ভেঙে পড়ল ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত-এর চপার, এখনও পর্যন্ত মৃত ৪
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584